।। প্রথম কলকাতা ।।
Gobhir Joler Mach 2: চাপা বা ধূর্ত স্বভাবের এমন ব্যক্তিত্ব যার গতিগতি বোঝাবে অসাধ্য তাদের আমরা একটি বিশেষ ভাবধারার মাধ্যমে সম্বোধন করে থাকি। সেটি হলো গভীর জলের মাছ অর্থাৎ যিনি ধরাছোঁয়ার বাইরে। চার নারীর জীবনের ওঠা পড়ার গল্প নিয়ে আসছে ফের সাহানা দত্ত। নাটকীয়তায় মোড়কে এগিয়ে যায় সিরিজের গল্প। প্রথম সিজনেই ছক্কা হাঁকিয়েছিল সাহানা দত্তর ‘গভীর জলের মাছ’। এই প্রজন্মের ঘরণিরা কীভাবে ঘর-বাইরে দু’দিক সামলায়? মজার ছলে নিজেদের মধ্যে বর পাল্টাতে গিয়ে কী বিপত্তির মুখে পড়তে হয়েছিল তাদের।
সেই গল্পে মজেছিল আঠেরো থেকে আটচল্লিশ। এবার সেই গল্প নতুন আঙ্গিকে পরিবেশিত হবে। কাহিনি চিত্রনাট্যের পাশাপাশি সাহানার প্রযোজনা সংস্থা মিসিং স্ক্রু সিরিজের প্রযোজক। দেখানো হবে হইচই ওয়েব প্ল্যাটফর্মে। প্রথম পর্বে চার গৃহিণীর ভূমিকায় অভিনয় করেছিলেন তৃণা সাহা, স্বস্তিকা ঘোষ, অনন্যা সেন, ঊষসী রায়। এঁদের বিপরীতে ছিলেন রাজদীপ গুপ্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, যুধাজিৎ সরকার।
আগের পর্বে অনন্যার মৃত্যু দেখানো হয়েছে। তিনি কি নতুন রূপে ফিরতে চলেছেন? কবে থেকে শুট শুরু কিছুই জানেন না আগের সিরিজের অভিনেত্রীরা। তবে তৃণা সাহা, একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন”প্রথম পর্বে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পরে দ্বিতীয় সিজনের কথা ভাবা হয়েছে। ‘গভীর জলের মাছ ২’ ফিরছে শুনে খুব খুশি হয়েছিলাম। আফসোস, আমি থাকতে পারব না। সাহানাদি আর আমি মিলে অনেক চেষ্টা করেছি। কিছুতেই আমাদের তারিখ মিলছে না। জনপ্রিয় সিরিজের ফ্র্যাঞ্চাইজির অংশ হতে কে না চায়!’ খবর, ইতিমধ্যেই সিরিজের টিজারের শুট শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই লুক প্রকাশ্যে আসবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম