।। প্রথম কলকাতা ।।
Hair Care Tips: চুল আচড়াতে গেলেই গোছা গোছা চুল হাতে উঠে আসছে। মজবুত ঝলমলে চুল কে না চায়? প্রায় সব ঋতুতে এই চুলের সঠিকভাবে যত্ন না নিলে চুলের সমস্যা দেখা দেয়। বর্ষাকালে একটু বেশি চুলের যত্ন নিতে হয়। অনেকেই চুলের যত্নে আয়ুর্বেদিক উপায় এর উপর ভরসা রাখেন। চুল পড়ে যাওয়ার জন্য আজকালকার লাইফ স্টাইল দায়ী। চুল উঠে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে এই ধরনের কথাগুলো আমরা হামেশাই শুনতে পাই লোকজনের মুখে। অল্প বয়সেই আজকাল সকলের চুল পড়ে যাচ্ছে।
বর্ষাকালে চুল পড়া আটকানো আর হাতে চাঁদ পাওয়া প্রায় সমার্থক। চুল আঁচড়াতে গেলেই যেখানে গোছা গোছা চুল হাতে উঠে আসছে, সেখানে মাথায় জল ঢাললে চুল ওঠার পরিমাণ যে কী আকার ধারণ করতে পারে, তা কল্পনাতীত। এই সমস্যা থেকে মুক্তি পেতে নামীদামি অনেক প্রসাধনী তো ব্যবহার করলেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার সহজ সমাধান হতে পারে শিকাকাইয়ের তেল। প্রাচীন কাল থেকে চুলের বিভিন্ন প্রসাধনী তৈরিতে শিকাকাই ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু শিকাকাই দিয়ে তেল তৈরি করবেন কী ভাবে, তা জানা নেই তো? রইল সেই পদ্ধতি।
খাঁটি নারকেল তেলের মধ্যে প্রথমে শিকাকাই ফুটিয়ে নিন সারারাত ওই অবস্থায় চাপা দিয়ে রেখে দিতে হবে পরের দিন সকালে থেকে কাচের শিশিতে ভরে রাখুন। শ্যাম্পু করার আধ ঘন্টা আগে পরিমাণ মতো তেল নিয়ে মাথার ত্বক ও চুলে মেখে নিন। মাথার ত্বক শুষ্ক হলে সারা রাত তেল রেখেও দিতে পারেন। তারপর মাইল্ড কোন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার ব্যবহার করুন শিকাকাইয়ের তেল। এই তেল ব্যবহার করার পর দেখবেন চুল পড়া কমেছে এমনকি খুশকি ও কমবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম