।। প্রথম কলকাতা ।।
টলিউড জুড়ে শিশুশিল্পীদের ভিড়। তার মধ্যে গুটিকয়েক দর্শকের মনে জায়গা করে নিয়েছে। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালের দুই নায়ক -নায়িকাই এখন সিরিয়ালপ্রেমীদের খুব কাছের। আগের দিন অয়ন্না অর্থাৎ কমলাকে নিয়ে বিস্তারিত জানিয়েছি আপনাদের। আজ পৃথ্বীরাজের সাথে আলাপ করিয়ে দি। ছোটপর্দার পৃথ্বীরাজ বাস্তবে কেমন? নায়ক হবার স্বপ্ন নিয়ে টলিপাড়ায় আসেন হাজার-হাজার ছেলেমেয়ে। তবে স্বপ্ন সত্যি হয় কয়েকজনের। পর্দায় মানিকের দস্যিপানা দেখতে ভীষণ পছন্দ করেন দর্শক। জানেন কি ছোটপর্দায় এই প্রথম তার অভিনয় হলেও, অভিনয় জীবনে যাত্রা শুরু বহু বছর আগে।
দস্যিপনায় ভরপুর কিশোরবেলার প্রেম স্বদেশি আন্দোলনের সময়কার গল্প নিয়ে বোনা হয়েছে এই প্রেমের গল্প। যার নায়ক সুকৃত সাহা অর্থাৎ ছোটপর্দার মানিক। সুকৃত সাহা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রায় ২০১২ সাল থেকে এর আগে ওয়েব সিরিজে দেখা গিয়েছে। খুব ছোট থেকেই অভিনয় ব্যাপারটা ভালো লাগা ছিল সুকৃতের। দিনে-দিনে বোঝার ক্ষমতা বাড়তে বাড়তেই ওটা ভালোবাসা হয়ে গিয়েছে এই শিশুশিল্পীর। হইচই-এর শ্রীকান্ত সিরিজে এর আগে দেখা মিলেছে সুকৃতের। টেলিভিশনে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সুকৃতের প্রথম কাজ।
ডাকাত ছেলেকে শান্ত করতে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মানিকের পরিবার। ঘরে আসে কমলা, ধীরে ধীরে জমছে মানিক-কমলার প্রেম। সংসারের হাজারো বাধা পেরিয়ে মানিক-কমলা কি সুখে ঘর করতে পারবে ? তা দেখার অপেক্ষায় বসে থাকেন দর্শকরা। বিশেষ করে মানিকের ও বউ ডাকটা মনে থেকে যাবে সিরিয়ালপ্রেমীদের। ইংরেজদের চোখে চোখ রেখে যেভাবে সাহস দেখায় মানিক, তাতেই মুগ্ধ কমলা। টিআরপির লড়াইয়ে নেই ঠিকই। কিন্তু এই সিরিয়াল দেখলে মন ভালো হতে বাধ্য। তাই তো সিরিয়াল প্রমী না হলেও অনেকই কমলা ও পৃথ্বীরাজের ফ্যান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম