।। প্রথম কলকাতা ।।
এবার তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি গোটা বিশ্ব? যুক্তরাষ্ট্রের ওয়ার্নিং এর তোয়াক্কা না করেই রাশিয়াকে অস্ত্র দিচ্ছে চীন। আগুন নিয়ে খেলছে বেজিং। চীন থেকে রাশিয়ায়, ঠিক কি কি চালান হয়ে যাচ্ছে? কতটা ভয়ংকর এইসব চীনা অস্ত্র? তাহলে কি যুক্তরাষ্ট্রের আশঙ্কাই সত্যি হচ্ছে? সত্যি কি মারাত্মক পরিণতির দিকে এগোচ্ছি আমরা? কী বলছে রিপোর্ট? যুদ্ধে নিজেদের জড়ানো ঠিক হবে না বেইজিং এর। রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করলে তৃতীয় বিশ্বযুদ্ধের চান্স আছে বলে আগেই আশঙ্কা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। এবার কি সেদিকেই গড়াচ্ছে জল?
রাশিয়া ইউক্রেন যুদ্ধে সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর প্ল্যান চীনের। মীমাংসার নামে, অস্ত্র দিয়ে রাশিয়াকে তলে তলে উস্কে দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্র দাবি করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়াকে সামরিক প্রযুক্তি দিচ্ছে চীন। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে এমন সামরিক প্রযুক্তি সরবরাহ করছে চীন যা দুবার ব্যবহার করা যায়। কাস্টমসের তথ্য বলছে, চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাগুলো রাশিয়ান প্রতিরক্ষা সংস্থাগুলোকে ন্যাভিগেশন সরঞ্জাম, জ্যামিং প্রযুক্তি ও যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ করছে। সামরিক প্রযুক্তি এবং নন-লিথাল সাহায্য যেমন হেলমেট ও সাজ-সরঞ্জাম চীন থেকে রাশিয়ায় ঢুকছে। এমনকি ইউক্রেন যুদ্ধ শুরুর পর চীন রাশিয়ার ঘনিষ্ঠতা আরও বেড়েছে, আরও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বলেও দাবি যুক্তরাষ্ট্রের। অলরেডি, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ে তৈরি রিপোর্টে এসব তথ্য প্রকাশ পেয়েছে। আপাতত এই নিয়েই চারিদিকে হুলস্থূল পড়ে গেছে।
রাশিয়ায় চীনের এমন প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ করা নিয়ে রীতিমতো উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রাশিয়াকে চীন লিথাল সহায়তা করছে এমন প্রমাণ মার্কিন কর্মকর্তারাও এখনো পাননি।আর চীন তো ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার কথা অস্বীকার করে আসছে। কিন্তু তারপরেও এক বছরে ৩০ হাজার চীনা ড্রোন কিনে রেকর্ড গড়েছে মস্কো। জাপানের সাপ্তাহিক ম্যাগাজিন নিক্কেই এশিয়ার রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য আগেই উঠে এসেছে। তাই বেইজিং বিষয়টা যতই অস্বীকার করুক বা এড়িয়ে যাক, যুক্তরাষ্ট্রের টেনশন বাড়ছে বই কমছে না। যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য না করার জন্য চীনকে হুঁশিয়ারি দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র জার্মানি সহ পশ্চিমারা। অস্ত্র দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছে তারা। নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়া ও ইরান থেকে অস্ত্র কিনছে রাশিয়া। কিন্তু সেই তালিকায় চীনের নাম জুড়ে যেতেই বড় আশঙ্কা দানা বাঁধছে। তাহলে কি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির আশঙ্কাই এবার সত্যি হতে যাচ্ছে? সত্যিই কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম