।। প্রথম কলকাতা ।।
Arjit Singh: অরিজিৎ সিং এর দিল দরিয়া স্বভাবের তুলনা নেই। তার স্বাভাবিক জীবনযাত্রা এবং সাদামাটা স্বভাব নজর করে সকলের। নিজের বাড়িতেও মানবিকতার পরিচয় দিলেন তিনি। বাড়ির সামনের দরজায় রাখা জলের পাত্র নকুল দানা। কিন্তু কেন? ভারতে যে সকল সংগীত শিল্পীরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং। তার সুরেলা গানের গলায় মজেছেন দেশ-বিদেশের কোটি কোটি শ্রোতারা। অরিজিৎ সিং-এর এমন জনপ্রিয়তার দৌলতেই বছরের বিভিন্ন সময় তিনি দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করে থাকেন। যে সকল কনসার্ট দেখার জন্য উপচে পড়তে দেখা যায় হাজার হাজার অনুরাগীদের। অরিজিৎ এর একটি কনসার্ট মানেই হাজার হাজার টাকায় সেই সকল টিকিট বিক্রি হয়।
এই বিপুল অংকের টাকা কামিয়েও অরিজিৎ সিং কিন্তু সবসময় মাটির মানুষের মতই জীবনযাপন করেন। কোটি কোটি টাকার সম্পত্তি এবং একজন সেলিব্রিটি হয়েও কখনই তার পা মাটি থেকে সরে যায় না। এমন একজন সাধারণ সাধারণ মানুষ গানের জগৎ ছাড়াও নিজের এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। বিভিন্ন সময় তিনি বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকেন যেগুলি সাধারণ মানুষদের অনেক উপকারে আসবে।
অরিজিৎ সিং এলাকার পড়ুয়াদের পড়াশোনায় উন্নতির জন্য একটি কোচিং সেন্টার খোলার জন্য উদ্যোগ নিয়েছেন। এছাড়াও খেলাধুলার জন্য মাঠের পরিকাঠামো গত উন্নতির জন্য অরিজিৎ সিং ব্যক্তিগতভাবে একাধিক ব্যবস্থা করেছেন। শুধু এখানেই শেষ নয়, এর পাশাপাশি সস্তায় যাতে পেট পুরে মানুষজন খেতে পারেন তার জন্য তৈরি করা হয়েছে হেঁসেল নামে একটি হোটেল। এরই মধ্যে অরিজিৎ সিং-এর প্রতিবেশীদের তরফ থেকেয়দাবি করা হয়েছে, তার বাড়ির সামনে নাকি রাখা থাকে জল ভর্তি পাত্র। শুধু জল ভর্তি পাত্র নয়, এর পাশাপাশি নকুলদানা এবং নকুল দানার মত মিষ্টি জাতীয় জিনিসও থাকে বলে দাবি করা হচ্ছে।
সম্প্রতি কয়েকজন অরিজিৎ সিং এর বাড়ির সামনে গিয়েছিলেন তার দেখা পাওয়ার জন্য। কিন্তু অরিজিতের দেখা না পেলেও এই ধরনের জলের পাত্রের দেখা মিলেছে বলে দাবি করা হচ্ছে। পথ চলতি মানুষরা একটুখানি জল পেয়ে পিপাসা মেটাতে পারেন তার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছিল বলে দাবি করছেন প্রতিবেশীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম