।। প্রথম কলকাতা ।।
Pimple Home Remedies: ব্রণর সমস্যা কার নেই বলুনতো! পুজোর আগে মুখ ভর্তি ব্রণ দেখতে বড্ড খারাপ লাগে। কিছু লাগিয়েই উপকার পাননি? তাদের জন্য আজকের টিপস কাজে লাগান এই ৫ টা ঘরোয়া টোটকা। একরাতের মধ্যে দূর হবে মুখের ব্রণ। ঠিক যেন বেছে বেছে বিশেষ দিনগুলির আগে ব্রণ বেরোয়। আবার অনেকের দিনের পর দিন মুখ ভর্তি ব্রণ রয়ে গিয়েছে। কতকিছু ব্যবহার করেছেন কিছুতেই কোন কাজ দেয়নি। শসাকে বেটে মুখে লাগান এতে গরমেও কুলিং এফেক্ট পড়বে আপনার ত্বকে্যকোনও ফেসপ্যাকে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান ব্রণর সমস্যা তো কমবেই। এর সঙ্গে সান ট্যানও দূর হয়ে যাবে।
অনেকে ধৈর্য না ধরতে পেরে হয়তো ফাটিয়েই ফেলেন ব্রণ।তাতেই ত্বকের আরও ক্ষতি হয়ে যায়। ব্রণ ফেটে রক্ত বেরিয়ে ফোলা ভাব কমে যায় ঠিকই, কিন্তু দাগ বসে যায় মুখে। খুব বেশি ক্ষত হলে গর্তও হয়ে যেতে পারে। সেই দাগ মেলানো পরে খুব কঠিন। বলছেন বিশেষজ্ঞেরা। চটজলদি ব্রণ থেকে মুক্তি পেতে বরফ খুবই উপকারী তবে কখনওই বরফ সরাসরি মুখে দেবেন না কারণ মুখের ত্বক আমাদের শরীরের অন্যান্য জায়গার তুলনায় বেশি নরম হয়। তাই বরফ একটা পরিষ্কার কাপড় জড়িয়ে নিয়ে তবেই মুখে লাগান। খুব তাড়াতাড়িই ব্রণর বা ত্বকের অন্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
গরম জলে তুলো ভিজিয়ে ভাপ দিন। এতেও ফোলা ভাব কমে যায়। এবং ব্রণর থেকে ত্বকের অন্য সংক্রমণের আশঙ্কাও কমে। এমনটাই বিশেষজ্ঞদের মত। ত্বকের যত্নে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালোভেরা। এটি শুধু ত্বককে কোমল করে না ব্রণতেও কাজ করে। ব্রণের উপর তাজা অ্যালোভেরা জেল লাগালে তা রাতারাতি দূর হয়ে যাবে। চন্দন ব্রণর জন্য দারুণ উপকারী। ব্রণতে চন্দন লাগিয়ে রেখে দিন সারা রাত। সকালে উঠে নিশ্চিত ফল পাবেন। সংবাদমাধ্যমে এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা।
ব্রণর সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। সেই মতো ওষুধ লাগান, খাওয়া দাওয়া করুন। তবে ব্রণ হলে একদমই খোঁচাখুঁচি করবেন না। বরং কাজে লাগান এই কয়েকটি ঘরোয়া টোটকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম