।। প্রথম কলকাতা ।।
Dengue Death: রাজ্যে ডেঙ্গির আতঙ্ক কোনভাবেই কমছে না। বরং যত দিন যাচ্ছে মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। তার সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে ফের রাজ্যে আরও আতঙ্ক বাড়িয়ে দিয়ে মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্ত রোগীর। বেলেঘাটা আইডিতেই মৃত্যু হয় বছর ৩৮ এর ওই যুবকের। যদিও মুখ্যমন্ত্রী বিধানসভায় ডেঙ্গি প্রসঙ্গে জানিয়েছিলেন শীত বাড়লে ডেঙ্গির প্রকোপ কমবে। একই আশা ছিল চিকিৎসকদেরও। কিন্তু সেই আশা কতটা পূরণ হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন।
হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যের দিকে বেলেঘাটা আইডিতে মৃত্যু হয় ভাঙড়ের বাসিন্দা আক্রামুল মোল্লার। তাঁর বয়স ৪০ এরও কম। মঙ্গলবার তাঁর ডেঙ্গি পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আশায় বেলেঘাটা আইডিতে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন আক্রামুল। কিন্তু বুধবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি । হাসপাতাল সূত্র আরও জানা যায় শুধুমাত্র ডেঙ্গি তাকে কাবু করেনি, তার আগে থেকেই ছিল কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা।
রাজ্যে বর্তমানে ডেঙ্গি নিয়ে অত্যন্ত উদ্বেগ জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও পৌরসভা এবং স্বাস্থ্য দফতরের তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে ডেঙ্গি প্রতিরোধ করার। ডেঙ্গি প্রবণ যে সকল এলাকাগুলি রয়েছে সেখানে পৌরসভার তরফ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এডিস মশার বংশ নষ্ট করার জন্য কীটনাশক স্প্রে করা হচ্ছে। পৌরসভার তরফ থেকে একটি দল নির্দিষ্ট জায়গা গুলিতে নজরদারি রাখছে। যাতে সেখানে কোনভাবেই জল না জমতে পারে। তারপরেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। যা ভবিষ্যতে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে চিন্তায় সাধারণ মানুষ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম