।। প্রথম কলকাতা ।।
Hair Oil: রোজ নিয়ম করে চুলে তেল মাখছেন? কেউ স্নানের আগে তেল মাখছেন কেউ আবার স্নানের পর ভেজা চুলে তেল লাগান। অজান্তেই চুলের ক্ষতি করছেন না তো? অনেকে আবার আগের দিন রাতে চুলে তেল দিয়ে ঘুমোতে যান পরের দিন শ্যাম্পু করেনসত্যিই লাভ হচ্ছে না কি ক্ষতি?নিয়মিত চুলে তেল দেওয়ার কি অভ্যাস আদৌ ভাল?বিশেষজ্ঞরা কী বলছেন জানুন।
কম বেশি সবাই চুলে তেল মালিশ করেন। রোজই একগুচ্ছ চুল উঠে আসছে আপনারও ? এই সংস্যা থাকলে কমেন্ট বক্সে জানান আমাদের। মাথা ফাঁকা হয়ে যাচ্ছে অনেকেরই। তার মধ্যেই তেল লাগিয়ে যাচ্ছেন। নিয়মিত চুলে তেল দেওয়ার কি অভ্যাস আদৌ ভাল? মাথায় খুশকি রয়েছে? তেল মাখলে মৃত কোষ মাথায় বসে যায়। ফলে স্ক্যাল্পে চুলকানিও শুরু হতে পারে। আপনার যদি চুলে খুশকির সমস্যা থাকে তা হলে মাথায় তেল না দেওয়াই ভাল। ছত্রাকের সংক্রমণের কারণে খুশকি হয় মাথায়। তেল দিলে ছত্রাকগুলি আরও পুষ্টি পায় আর তাতেই বাড়ে সমস্যা।
মুখভর্তি ব্রণ হয় অনেকের। সে ক্ষেত্রেও তেল মাথায় না লাগানোই ভাল। অয়লি স্কিনে ব্রণর সমস্যা বাড়ে। আপনার মাথার ত্বক কি অয়েলি? চিটচিট করে সবসময়? যাঁদের এমন সমস্যা আছে তাঁদের বেশি তেল না মাখাই ভাল। সংবাদমাধ্যমে এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। এখন আপনার মনে প্রশ্ন আসছে নিশ্চই তাবলে কি আর তেল মাখবেন না? অনেকেই মনে করেন তেল মেখে যতক্ষণ রেখে দেওয়া যায় হয়তো ততই ভালো! কিন্তু এর থেকে ভুল ধারণা হয়তো আর কিছু হয় না।
সপ্তাহের প্রতিদিন তেল মাখলে হবে না। বরং সপ্তাহের ১-২ দিন আপনি তেল মালিশ করতে পারেন। শ্যাম্পু করার প্রায় ৪০-৪৫ মিনিট আগে তেল মেখে নিলেই কাজ হবে। তেল বেছে নেওয়ার সময়েও আপনাকে সতর্ক থাকতে হবে। এরকম তেল বেছে নিতে হবে যা আপনার স্ক্যাল্পের সমস্যা কমাতে পারে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম