।। প্রথম কলকাতা ।।
Cab Driver Speaks Fluent Sanskrit: আজকের দিনে নিজের মাতৃভাষা ছাড়াও ঝরঝরে হিন্দি, ইংরেজিতে কথা বলতে দেখা যায় অনেকেই। কিন্তু একসময় যে ভাষা দেবতাদের ভাষা হিসেবে পরিচিতি পেত সেই ভাষা বর্তমানে লুপ্তপ্রায়। এখানে কথা বলা হচ্ছে সংস্কৃত ভাষার। প্রাচীন সেই ভাষা নিয়ে আজ চর্চা করেই বা কজন? কিন্তু সংস্কৃত ভাষায় নিজের দক্ষতা দেখিয়ে সকলকে রীতিমত চমকে দিলেন বেঙ্গালুরুর এই ক্যাব চালক।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বর্তমানে বেশ ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটি নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে। সেখানে কথোপকথন রয়েছে এক ক্যাব চালক এবং যাত্রীর মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে ক্যাব চালক গড় গড় করে জলের মতো বিশুদ্ধ সংস্কৃত ভাষায় বার্তালাপ করে চলেছেন। একেবারে মাতৃ ভাষায় কথা বলতে যতটা সাবলীল বোধ করে মানুষ তিনিও সংস্কৃত ভাষায় ঠিক ততটাই স্বাচ্ছন্দ্যে কথা বলছেন। তাঁর ক্যাবে থাকা যাত্রীকেও চালকের সঙ্গে পাল্লা দিয়ে সংস্কৃত ভাষাতেই কথা বলতে দেখা গিয়েছে।
এই ভিডিও নেট নাগরিকদের মন ছুঁয়ে গিয়েছে। তাঁর সংস্কৃত ভাষায় দক্ষতা দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন অনেকেই। একই সঙ্গে তাঁর সংস্কৃত উচ্চারণ মন্ত্রমুগ্ধ করেছে বহু মানুষকে। ওই ক্যাব চালক যাত্রীকে জানান, তিনি বিগত প্রায় ১০ বছর ধরে এই সংস্কৃত ভাষা নিয়ে চর্চা করে আসছেন । তাঁর পছন্দের ভাষা হল সংস্কৃত। ভারতের সংস্কৃতির শিকড় যে ভাষা সেই ভাষা বর্তমানে ভুলতে বসেছে মানুষ। বহু প্রাচীন সাহিত্য গুলি সংস্কৃত ভাষাতেই লেখা হয়েছিল এই ভাষাকে দেবনগরী ভাষা বলা হতো। আজ কথ্যভাষা হিসেবে সংস্কৃতর কোন অস্তিত্বই নেই। তবে সেই ভাষাকে ঠোঁটস্থ করে নজর কেড়েছেন বেঙ্গালুরুর এই ক্যাব চালক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম