।। প্রথম কলকাতা ।।
Banarasi Saree: বিয়ের বেনারসি কিনতে যাচ্ছেন? কোন বিষয়গুলি মাথায় না রাখলেই ঠকতে হবে? আড়াই হাজার থেকে ৫০ হাজারের বেনারসি রয়েছে দোকানে গিয়ে ঘাবড়ে যাচ্ছেন? বিয়ের শাড়ি কিনতে যাওয়ার আগে আজকের প্রতিবেদনটি পড়ুন। বিয়ের শাড়ি কিনতে যাওয়ার সময়ে নানা বিষয়ই আমাদের খেয়াল রাখতে হয়। নানা দামের বেনারসি রয়েছে। আপনার বিয়ের বেনারসি কত দামের ছিল ? জানাতে ভুলবেন না।কিন্তু দামের সাথে আজকাল পার্থক্যটা বুঝতে পারেন না অনেকেই। সবার জন্য কিন্তু সবধরণের বেনারসি নয়। তাই কিনতে যাওয়ার আগে এই টিপসগুলো দেখে নিন।
বেনারসি শাড়ির ধরন, নকশায় অনেক বৈচিত্র রয়েছে যেমন, কাতান বেনারসি, কোরা বেনারসি জর্জেট, তানচোই বেনারসি। শরীরের গড়ন লম্বা ও ছিপছিপে হলে ভারী কাজের চওড়া পাড়ের শাড়ি পরতে পারেন। কিন্তু আপনার উচ্চতা কম হলে কিংবা চেহারা যদি একটু ভারী হয় তা হলে সরু পাড়ের হালকা কাজের শাড়ি বাছলেই দেখতে সুন্দর লাগবে। বিয়ের বেনারসি কিনতে গিয়ে প্রথমেই হাতে নিয়ে দেখুন। ডিজাইন পছন্দ হওয়ার পরে হাতে নিয়ে যাচাই করাই আপনার প্রথম কাজ হবে। আসল বেনারসি শাড়ির দুই পিঠেই ঘন সুতোর কাজ দেখতে পাবেন। নকল বেনারসির উল্টো পিঠ খসখসে হতে পারে।
উন্নত মানের বেনারসিতে আপনি মোঘল মোটিফ পাবেন। আমরু, দোমাক, আমবির মতো মোটিফ দেখতে পাবেন ফুলের নকশা পাবেন। এই ফুলের নকশা বেনারসি শাড়ির জমিনে খুবই জনপ্রিয়। বাজারে আড়াই হাজার থেকে ৫০ হাজারের বেনারসি পাওয়া যায়। এর থেকেও বেশি দামের বেনারসি পছন্দ করছেন কেউ কেউ। আজকাল নকল বেনারসিতে ছেয়ে যাচ্ছে। অনেকেই বাজেটের কথা মাথায় রেখে কম দামি বেনারসি কিনতে যান। এতে আসলে লাভ কিছু হয় না। আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আপনি আসল বেনারসি শাড়ির হদিশ পান না। একটি বেনারসির দাম কমপক্ষে ৮-১০ হাজার টাকা হতে পারে। কোন মরসুমে বিয়ে করছেন, সেটা মাথায় রেখে বেনারসি পছন্দ করুন।
যেমন বিয়ের মরসুম বছরের শেষ ভাগে হলে ভরপুর শীতের আমেজ থাকবে। সে ক্ষেত্রে একটু ভারী বেনারসি কেনাই যায়। অন্য দিকে, গরমের সময়ে বিয়ে থাকলে হাল্কা বেনারসি কিনুন। বিয়ের দিন হবু কনের জন্য খুবই স্পেশাল। এদিন কোনও ছোট ভুলে যেন আপনার সাজটা মাটি না হয়ে যায়। সবাই প্রো নন, শাড়ি বিশেষজ্ঞও নন তাই একটু সতর্কভাবে বিয়ের বেনারসি কিনুন। যেন নকল বেনারসি কিনে ঠকতে না হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম