।। প্রথম কলকাতা ।।
UPI-Aadhar Card: রাস্তায় বেরলে এখন আর বেশি টাকা সঙ্গে রাখেন না অনেকেই। কারণ গুগল পে, ফোন পে দিয়েই তো কাজ হয়ে যায়। তাই এই ডিজিটাল অর্থনীতিকে আরও মজবুত করে তোলার জন্য আরও সহজ হচ্ছে ইউপিআই পদ্ধতি। এবার আধার কার্ড দিয়েই খুলে ফেলা যাবে ইউপিআই (UPI-Aadhar Card)।
এতদিন ইউপিআই অ্যাকটিভেট করতে গেলে প্রয়োজন হত ডেবিট কার্ডের। তবে এবার থেকে আধার কার্ডের নম্বর দিয়েও ইউপিআই অ্যাক্টিভেট করা যাবে।
জেনে নিন কীভাবে আধার কার্ড দিয়ে ইউপিআই অ্যাক্টিভেট করবেন?
১. প্রথমেই ডাউনলোড করে নিন ফোনপে অ্যাপটি।
২. এবার অ্যাপটি খুলে টাচ করুন পেমেন্ট ইন্সট্রুমেন্টে অপশনে। তারপর টাচ করুন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে।
৩.অনেক গুলি ব্যাঙ্কের নাম আসবে তার মধ্যে থেকে আপনি যে ব্যাঙ্কের গ্রাহক, তা বেছে নিন এবং ওটিপি অথেনটিকেশন দিয়ে ভেরিফাই করে নিন আপনার মোবাইল নম্বর
৪. এবার ফোনপে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেইল সেভ করে নেবে এবং লিঙ্ক করে নেবে ইউপিআইয়ের সঙ্গে
৫. এবার আপনাকে সেট করতে হবে ইউপিআই পিন। এখানে দুটি অপশন আসবে, ডেবিট কার্ড ও আধার কার্ড।
আধার কার্ড অপশনে গেলে যে বক্স আসবে, তাতে আধার কার্ডের শেষ ছয়টি সংখ্যা বসান। এবার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে।
৬. ফোনে আসা ওটিপি দিলেই পেয়ে যাবেন ইউপিআই পিন সেট করার অপশন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম