।। প্রথম কলকাতা ।।
India Sri Lanka: শ্রীলঙ্কায় মোদী মাস্টারস্ট্রোক ভারতের মুদ্রার দাম বাড়ছে চড়চড়িয়ে। দিল্লি কত বড় সাহায্য গোপনেই করেছিল কলম্বোকে জানেন। বিক্রমাসিংঘ-মোদীর বৈঠকের পর মাথায় হাত বেজিংয়ের। ভারত-শ্রীলঙ্কার কোন কোন ডিলে ঘুম উড়ছে চীনের? ভারতের সঙ্গে শ্রীলঙ্কা বৈঠক ব্যাপক ক্ষতি কার? কৃতজ্ঞতায় শ্রীলঙ্কা মাথা ঝোঁকালো ভারতের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাঁধ শক্ত করলেন কলম্বোর। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে ভারতে এলেন মিটিং করলেন। তার সম্ভাব্য ফলাফল নিয়ে রীতিমত হইচই চীনের হেডকোয়ার্টারে। তুরস্কের মতো প্রতিদান শ্রীলঙ্কা দেবে না তো? ভারত বিপর্যয়ে পাশে ছিল শ্রীলঙ্কার পাল্টা কী?
কলম্বোকে ১৬০ কোটি ডলারের ঋণ সংকটের সময় ৪০ লক্ষ মার্কিন ডলারের খাবার ও চিকিৎসা, যন্ত্রপাতি জোগান ভারতের। তার থেকেই সবচেয়ে বড় দায়িত্ব বিশ্বব্যাঙ্ক ভারতকে ২৯০ কোটি ডলারের যে ঋণ দিয়েছে
কোন স্বার্থ না রেখেই ভারত হয়েছে শ্রীলঙ্কার গ্যারেন্টার, কিন্তু বেজিং কোথায়? এবার শ্রীলঙ্কা এরই কিছুটা হলেও প্রতিদান দেওয়ার চেষ্টা করল দিল্লিকে। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে ঘোষণা করলেন এখন থেকে ভারতের রূপিকে শ্রীলঙ্কায় গণ্য করা হবে। এর মানে ভারতের টাকা চলবে শ্রীলঙ্কাতে। এইতো সম্প্রতি আরব আমিরাতে সঙ্গে রূপি ও দিরহাম দিয়ে বাণিজ্য চুক্তি গিয়েছে। এবার শ্রীলঙ্ক ময়দানে শ্রীলঙ্কা।
এছাড়াও বাণিজ্যিক ক্ষেত্রে ভারতকে দেওয়া হবে বিশেষ সুবিধা বিশেষজ্ঞরা বলছেন এটা ভারতের মুদ্রার মুকুটে নতুন পালক। ডলারের বিকল্প হিসেবে ভারতের টাকা শক্তি বাড়াচ্ছে। মোদী সরকারের বিদেশনীতির এটা বড় টার্গেট ছিল। এবার সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে দেশ৷ তথ্য বলছে সম্প্রতি ভারতীয় টাকার আন্তর্জাতিকরণ নিয়ে একটি রিপোর্ট পেশ করে RBI সেখানে দিশা দেখানো হয় বেশ কিছু পয়েন্ট ধরে সেখানে বলা হয় বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গে ভারতীয় টাকায় বাণিজ্য চালু করা আন্তর্জাতিক বাণিজ্যে টাকার ব্যবহার নিয়ে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করা। রাশিয়া হোক বা সৌদি-আরব, চীন- বাংলাদেশ বা ভারত আর্থিক দুনিয়াকে হাতের মুঠোয় রাখা ডলারের বিকল্প খোঁজার চেষ্টা চলছে জোরকদমে ইকোনমিক ওয়ারফেয়ারে কে জায়গা করে নেবে লড়াই এখন সেখানেই। একটু একটু করে সেই যুদ্ধেই এগিয়ে যাচ্ছে ভারত৷ তবে এখনও অনেকটা পথ বাকী বলছেন বিশেষজ্ঞরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম