।। প্রথম কলকাতা ।।
skin care: ঠান্ডা ফলের রস না কি অক্সিজেনের ফেশিয়াল? পুজোর আগে ইনস্ট্যান্ট গ্লো পেতে কোনটা করবেন? ফেসিয়াল নিয়ে তেমন আইডিয়া নেই আপনার! স্কিন বুঝে প্রোডাক্ট ব্যবহার না করলে উল্টে বিপদ। ফেসিয়াল করার সময় ফেসিয়াল করানোর আগে এই নিয়মগুলো মাথায় রাখুন। পুজোর আগে ত্বকের যত্ন তো নিতে হবে। ষষ্ঠীর সকাল বা নবমীর রাত মুখটা ঝলমলে দেখাতে কে না চায়। রূপচর্চা করব অথচ ফেসিয়ালের কথা ভাবব না তা হলে চলবে কী করে? সবার স্কিনের জন্য সবরকম ফেসিয়াল নয়। এ বার পুজোয় কোন ফেসিয়াল ট্রেন্ডিং?আপনার ত্বকের জন্য কোনটা পারফেক্ট ? বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন।
সব ধরনের ত্বকের জন্যই অ্যালোভেরা জেল ফেসিয়াল ভীষণ কাজের। অ্যালোভেরা জেলের সঙ্গে অক্সিজেন মাস্ক ব্যবহার করা হয় শুধু পুজো উপলক্ষে নয় সারা বছরই ত্বকের যত্ন নিতে করানো যেতে পারে এই ফেসিয়াল। অ্যাকটিভেটেড চারকোল ফেশিয়াল ব্রণর সমস্যায় ভীষণ কাজ দেয়। মুখে চারকোল মাস্ক ব্যবহার করে এই ফেশিয়াল করা হয়।
আপনার ত্বক যদি অয়েলি হয় তা হলে অবশ্যই করান এই ফেশিয়াল। যাঁদের মুখে ভীষণ তেল তাঁদের জন্য পার্ল ফেসিয়ালও কাছে রবরফের মধ্যে এক বিশেষ টনিক ব্যবহার করে। ৩০ সেকেন্ড অন্তর অন্তর মুখ রাখা হয়। তার পরে ঠান্ডা ফলের রস দিয়ে ফেসিয়ালটি করা হয়। সব শেষে অক্সিজেন রবার মাস্ক ব্যবহার করা হয়।
গোল্ড, চকোলেট, চারকোল, প্ল্যাটিনাম ফেসিয়ালের পাশাপাশি বেশ কিছু নতুন ফেসিয়ালও বাজারে এসেছে।
ফেসিয়াল করার সময় আমরা অনেক সময়ই খুঁটিনাটি জিনিস খেয়াল করি না। বা এড়িয়ে যাই। আর সেখানে হয়ে যায় বড়সড় ভুল। তাই কোন বিষয়গুলো মাথায় রাখবেন? প্রথমত আপনার ত্বক বুঝুন আগে ত্বকের প্রয়োজন অনুযায়ী ফেসিয়াল বাছুন। যা ইচ্ছে হল সেই ফেসিয়াল করিয়ে নিলেই হল না। ফলে ভুলভাল জিনিস মোটেই বাছবেন না এতে হিতে বিপরীত হতে পারে। ফেসিয়াল করেই বাইরে কড়া রোদের মধ্যে বেরোবেন না
যদি একান্তই বেরোতে হয় তাহলে ব্যবহার করুন সানস্ক্রিন। কিন্তু এসব ঝামেলা এড়াতে চেষ্টা করুন সন্ধ্যাবেলার দিকে ফেসিয়াল করতে বলছেন বিশেষজ্ঞরা।
পুজোর আগে ত্বকের সঙ্গে কোনও রকম আপস করতে চাইবেন না বোধ হয় কেউই। সব ত্বকে সব ধরনের ফেশিয়াল কিন্তু উপযুক্ত নয়। তাই টাকা খরচের আগে খতিয়ে দেখে নিন। নিজেরা সিদ্ধান্ত না নিয়ে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে ভুলবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম