।। প্রথম কলকাতা ।।
ভারতের ক্রিকেটমহলে ডোপিং নিয়ে আলোচনা হয় না সেভাবে। ডোপ পরীক্ষা থেকে দূরে থাকতে হয় রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সামির মত প্লেয়ারদের । এই বিষয়ে প্রকাশ্যে এল একটি তথ্য। NADA-র দেওয়া রিপোর্ট অনুযায়ী, ২০২১ ও ২০২২ সালে মোট ৫ হাজার ৯৬১টা ডোপ পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে মাত্র ১১৪ জন ক্রিকেটার রয়েছেন। সবথেকে বেশি ডোপ পরীক্ষা করা হয়েছে অ্যাথলিটদের, সংখ্যাটা ১৭১৭। অ্যান্টি ডোপিংয়ের নিয়ম মেনে চলা অনেকক্ষেত্রেই সম্ভব হয় না ক্রিকেটারদের ক্ষেত্রে। নিজেদের সুস্থ করার সময় অনেক কম পান তাঁরা। তিন ফর্ম্য়াটের ক্রিকেটের জন্য আলাদা আলাদা ফিটনেস লাগে। সেই কারণে ক্রিকেটারদের ডোপ পরীক্ষার সংখ্যা বাড়ানো উচিত বলে মনে করেন অনেকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম