।। প্রথম কলকাতা ।।
Seema Haider Case: পাকিস্তানের সীমা হায়দারের আসলে ISI গুপ্তচর। একাধিক ভারতীয় যুবকদের সঙ্গে কনট্যাক্ট। সীমার বিস্ফোরক বয়ান পাকিস্তান আর্মিকে নিয়ে, লিঙ্ক ঠিক কোথায়? যোগীর পুলিশ এবার নেবে এমন স্টেপ যা শুনলে অপরাধী কাঁপে। মুখোশ খুলে যাবে সীমার বের হবেই আসল সত্যি। সীমা ভারতের যোগী রাজ্যে ঢুকে পড়েছে যেখান থেকে পালানো সহজ নয়। গ্রামের অশিক্ষিত মেয়ে হয়েও এত গড়গড় করে কীভাবে ইংরেজী পড়েন সীমা? তার উচ্চারণ রীতিমত তাক লাগায়। শচীনের সঙ্গে প্রেমে ফাঁদ পেতে ভারতে গুপ্তচরবৃত্তি ছক সীমার একের পর এক রহস্য ভেদ হচ্ছে আর সন্দেহ বাড়ছে পুলিশের। সাধারণ এক পরিবারের গৃহবধূর কী এত সাহস থাকে যে সে অবৈধ অনুপ্রবেশ করে পাকিস্তান থেকে ভারতে ঢুকে যাবে? নেপাল সীমান্ত দিয়ে কী ভাবে গ্রেটার নয়ডায় পৌঁছল এই মহিলা?
এই প্রশ্নটাই এখন সকলের মুখে৷ তার মাঝেই বড় তথ্য শুধুমাত্র গ্রেটার নয়ডার শচীন নয় একাধিক ভারতীয় যুবকের সঙ্গে নিয়মিত কথা বলতেন সীমা। এঁদের মধ্যে বেশিরভাগই নাকি দিল্লির বাসিন্দা কিন্তু কেন? নিজের প্রেমের জালে ফাঁসানোর জন্য। সীমাকে জেরা করে জানা গিয়েছে তাঁর কাকা পাক সেনার সুবেদার ছিলেন। শুধু তাই নয়, সীমার ভাই নাকি এখন পাকিস্তান সেনায় রয়েছেন। এই বিস্ফোরক তথ্য উঠে আসতেই রীতিমত জোরালো হচ্ছে সীমার গুপ্তচরবৃত্তির যোগ। সীমা ও তাঁর প্রেমিক শচীনকে অলরেডি নিজেদের হেফাজতে নিয়ে গোপন ডেরায় রেখে জেরা করছে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস তবে শুরু জেরাতেই শেষ নয়৷
জানা যাচ্ছে পাকিস্তানী এই মহিলার পেট থেকে সব কথা বের করার জন্য এবার পলিগ্রাফ টেস্টের প্রস্তুতি নিচ্ছে উত্তরপ্রদেশ এটিএস। পলিগ্রাফ টেস্ট এমন এক টেস্ট যেখানে বিভিন্ন ধরনের শরীরিক প্রতিক্রিয়া নীরিক্ষণ করা হয়। যার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো হয় যে একজন ব্যক্তি সত্য কথা বলছে কিনা। কেন অবৈধভাবে ভারতে ঢুকলেন সীমা? কীভাবে কার কাছ থেকে বেআইনি নথি পেলেন তিনি? নেপাল সীমান্ত দিয়ে ভিসা ছাড়া কীভাবে নয়ডায় ঢুকে পড়লেন? এইসব প্রশ্ন নিয়েই কাঁটাছেঁড়া করছে এসটিএফ। ওয়াকিবহাল মহল বলছে দিনদিন কেসটা যেদিকে পৌঁছচ্ছে তাতে হয়ত শুধু উত্তরপ্রদেশ এটিএস-ই নয়, দেশের বাকি তদন্তকারী সংস্থারও জেরার মুখে বসতে হতে পারে সীমাকে তাঁর হোয়াটসঅ্যাপ কথোপকথন এবং ফোন কল ডিটেলও খতিয়ে দেখছে পুলিশ। এবার দেখার কবে বের হয় আসল সত্যি৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম