।। প্রথম কলকাতা ।।
Train Cancelled: চলতি সপ্তাহের শেষের দিকে দমদম ও নৈহাটির মধ্যে শুরু হবে রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ। যার জেরে পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে শনি এবং রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। এছাড়াও শুক্রবার থেকে ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়ে যাওয়ার জন্য আগামী প্রায় পাঁচ দিন দূর পাল্লার বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আরও বেশকিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শিয়ালদা মেন শাখায় সপ্তাহের শেষের দিকে এই লোকাল ট্রেন বাতিলের ফলে বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে পারেন যাত্রীরা।
মূলত ইছাপুর স্টেশনে রেল ব্রিজের কাজ হওয়ার কারণে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত মিলবে না লোকাল ট্রেন । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই ট্রেন বাতিল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত ১১ টা থেকে শুরু করে রবিবার সকাল পৌনে এগারোটা পর্যন্ত শিয়ালদা মেন শাখায় পাঁচ জোড়া লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। কোন কোন লোকাল ট্রেন গুলি মিলবে না ? রইল সেই তালিকা-
১) আপ ডাউন শিয়ালদা-নৈহাটি লোকাল
২) আপ ডাউন শিয়ালদা-রানাঘাট লোকাল
৩) আপ ডাউন শিয়ালদা-ব্যারাকপুর লোকাল
৪) আপ ডাউন শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল
৫) আপ ডাউন শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল
এদিকে ২৫ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হবে অন্ডাল স্টেশনের নন ইন্টারলকিং সিস্টেমের কাজ। চলবে আগামী ২৯ তারিখ পর্যন্ত। আর এই কাজের জন্যই পূর্ব রেলের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। রইল সেই বাতিল এক্সপ্রেস ট্রেনের তালিকা –
১) মুজাফফরপুর-হাওড়া এক্সপ্রেস
২) রক্সোল- হাওড়া এক্সপ্রেস
৩) পাটনা- কলকাতা গরিব রথ এক্সপ্রেস
৪) হাতিয়া- বর্ধমান এক্সপ্রেস
৫) আজমগড়-কলকাতা এক্সপ্রেস
৬) বালিয়া- শিয়ালদা এক্সপ্রেস
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম