।। প্রথম কলকাতা ।।
জনপ্রিয়তা থাকলেও Apple iPhone নিয়ে ক্ষোভ কম নয় মানুষের মধ্যে। এর একটাই কারণ Apple এর নো চার্জার নীতি। অর্থাৎ ফোনের সাথে দেওয়া হবে না কোনও চার্জিং পোর্ট। আলাদা করে সংস্থার ওয়েবসাইটে গিয়ে কিনতে হবে এই অ্যাক্সেসরিজ। এমনিতেই বহুমূল্য এই স্মার্টফোন কিনতে অনেকটা ট্যাকের কড়ি খরচ হয় গ্রাহকদের, তার উপর পাওয়া যায় না এই গুরুত্বপূর্ণ জিনিস। এই মর্মে এদিন Apple এর উপর ক্ষোভ প্রকাশ করল ব্রাজিল সরকার।
কিছুদিন আগেই ব্রাজিল সরকারের পক্ষ থেকে Apple কে iPhone এর বক্সে চার্জার যোগ করার নির্দেশ দেওয়া হয়। তাদের দাবি, সংস্থাটি গ্রাহকদের অসম্পূর্ণ পণ্য সরবরাহ করছে। ইতিপূর্বে দু দুবার Apple এর উপর জরিমানাও আরোপ করেছে ব্রাজিল। তবে এবার সরাসরি আইফোন বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিল এ দেশের সরকার।
আরও পড়ুন : সস্তায় টিভি, ফ্রিজ কেনার সুযোগ! এই সপ্তাহেই শুরু Samsung Black Friday সেল
নাইনটু ফাইভ ম্যাকের রিপোর্ট অনুযায়ী, ‘অপারেশন ডিসচার্জ’ এর অধীনে একাধিক দোকান থেকে শতাধিক বিনা চার্জারের iPhone বাজেয়াপ্ত করেছে ব্রাজিল। সাধারণ রিটেল স্টোরের পাশাপাশি সংস্থা স্বীকৃত রিটেল স্টোর থেকেও এই iPhone বাজেয়াপ্ত করেছে সরকার। ওয়াকিবহাল মহলের দাবি, এই পদক্ষেপের ফলে iPhone এর সাথে চার্জার যোগ করতে বাধ্য হতে পারে Apple।
প্রসঙ্গত, iPhone 12 সিরিজ থেকেই চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছিল Apple। বর্তমানে চলছে iPhone 14 সিরিজ। এর মানে দুটি সিরিজের একাধিক iPhone ভ্যারিয়েন্টে উপলব্ধ নেই চার্জার। এর প্রতিক্রিয়ায় গত অক্টোবর মাসে চার্জার সমেত iPhone বিক্রি না করায় Apple এর উপর ভারতীয় মুদ্রায় 150 কোটি টাকার জরিমানা আরোপ করে ব্রাজিল।
Apple এর পক্ষ থেকে বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সাও পাওলো আদালত (Sao Paulo Court) সংস্থারর বিরুদ্ধেই রায় দেয় এবং নির্দেশ দেওয়া হয় এটি একটি গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক যা ফোনের ব্যাটারি চার্জ করার জন্য প্রয়োজন, তাই Apple কে চার্জার সমেত iPhone বিক্রি করতে হবে।