।। প্রথম কলকাতা ।।
Nabanita Malakar: নিম ফুলের মধুতে তিন্নির কারসাজিতে চাকরি খোয়াচ্ছে সৃজন। পর্ণাকে তাঁর মোটে সহ্য হয় না। বাস্তবে তিন্নির জীবন কেমন জানেন? এক চালার বাড়িতে থাকেন কষ্ট করে সংসার চালান। তিন্নি ওরফে নবনীতার লড়াই দেখলে চোখে জল আসবে আপনার। একসময় লিড রোলে অভিনয় করতেন সেখান থেকে নিম ফুলের মধুতে খলনায়িকার চরিত্রে। বাধ্য হয়ে এই চরিত্রে কেন অভিনয় করছে জানেন?অভিনেত্রীর একার লড়াইটা বড্ড কঠিন।
অভিনেত্রী নবনীতা মালাকার প্রায় পুরো সংসারটা একাই টানেন। জলপাইগুড়িতে এক চালার বাড়িতে বড় হয়ে উঠা। বাড়িতে অভাব নিত্যসঙ্গী। হঠাৎই কাজ চলে যায় তারপর কীভাবে গোটা সংসার একা সামলেছিলেন এই টেলি নায়িকা? এর আগে পুণ্যি পুকুর, মনসা, মহাপ্রভু শ্রীচৈতন্য়, মঙ্গলচণ্ডী সহ নানা সিরিয়ালে অভিনয় করেছেন নবনীতা মালাকার। কিন্তু আচমকাই সবটা ওলটপালট হয়ে যায়। অনেকদিন তাঁর হাতে কোনও কাজ ছিল না। আগে যা টাকা পয়সা ছিল তা দিয়েই তিনি এক বছর সংসার টেনেছেন। তাই বাধ্য হয়েই নিমফুলের মধুতে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। শুধুমাত্র অর্থের প্রয়োজনে। তিন্নির জীবনের লড়াই গল্প উঠে এসেছে ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানে।
একসময় বাবা- মা ভীষণ কষ্ট করেছেন। এখন তাই আর মা-বাবার কষ্ট সহ্য করতে পারেননা। নিজে রোজগার করে সকলকে ভালো রাখবেন। প্রতিজ্ঞা করেছিলেন। কথা রেখেছেন নবনীতা। জলপাইগুড়িতে বাবা-মা -বোনের জন্য নিজের উপার্জনে বাড়ি তৈরি করছেন। দুজনেই অসুস্থ, তাঁদের ওষুধ খরচাও অনেক, আর তাই নবনীতার দায়িত্বও অনেক বেশি। দর্শকের কাছে তিন্নি যেমন বাস্তবে কিন্তু একেবারে বিপরীত। কাজের ব্যস্ততার ফাঁকে ব্লগও করেন। তখনই দেখা যায় কতটা সহজ সরল নবনীতা। দত্ত বাড়ির বউ মৌমিতার বোন তিন্নি। সৃজনের সঙ্গে বিয়ে ঠিক হলেও তা শেষ পর্যন্ত হয়নি। এদিকে আজও মনে মনে সৃজন দাকেই চায় তিন্নি। নিম ফুলের মধু-তে এই নেগেটিভ চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন। এভাবেই আরও এগিয়ে যেতে চান নবনীতা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম