।। প্রথম কলকাতা ।।
সম্ভাবনা জাগিয়েও পর্তুগালের কাছে পরাজয় ঘানার। পাঁচ গোলের রোমাঞ্চে আফ্রিকান দলটিকে ৩-২ গোলে হারাল পর্তুগাল। দোহার ৯৭৪ স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে হল পাঁচ গোল। সেই সঙ্গে কাতার বিশ্বকাপে শুভ সূচনা করল রোনাল্ডোর পর্তুগাল। তবে এই ম্যাচ দেখে এইটুকু স্পষ্ট বয়সের সঙ্গে হারিয়েছে রোনাল্ডোর সেই ঝাঁঝ। প্রতিপক্ষের বক্সের কাছাকাছি বল পেলেন অনেকবার কিন্তু পায়ের সেই জাদু কোথায়! কোথায় সেই বল নিয়ে তীব্র গতিতে বিপক্ষের রক্ষণে হামলা। সেই ছোঁয়াটুকুও দেখা গেল না তাঁর খেলায়।
তবে এদিন পেনাল্টি থেকে পর্তুগালের গোলের খাতা খোলেন রোনাল্ডোই। সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে গড়লেন এক অনন্য রেকর্ড। পাঁচটি বিশ্বকাপে পাচঁটিতেই গোল করলেন তিনি। চারটি আসরে গোল করে এতদিন কিংবদন্তি পেলে, মিরোস্লাভ ক্লোজে, উয়ি সিলার ও লিওনেল মেসিদের সঙ্গে একই আসনে ছিলেন পর্তুগিজ সুপারস্টার। এবার সবাইকে ছাপিয়ে নয়া রেকর্ড লিখলেন রোনাল্ডো।
প্রথমার্ধের শুরু থেকেই ঘানার রক্ষণে একের পর এক আক্রমণ তুলতে থাকে পর্তুগাল। বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোলের দরজা খুলতে পারেননি পর্তুগিজদের প্রাণভোমরা। কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন রোনাল্ডো। একবার জালেও পাঠান বল কিন্তু ফাউলের জন্য তা বাতিল হয়। তবে ম্যাচের সমস্ত চমক লুকিয়ে ছিল দ্বিতীয়ার্ধে। ৬৫ মিনিটে খাতা খোলে পর্তুগাল। বক্সের মধ্যে রোনাল্ডোকে ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে কোন ভুল করেননি রোনাল্ডো।
পাল্টা আক্রমণে ৭৩ মিনিটে সমতায় ফেরে ঘানা। আফ্রিকান দলটিকে সমতায় ফেরান অধিনায়ক আন্দ্রে আইয়ু। এরপরই প্রতি-আক্রমণে গতি বাড়ায় ঘানা। ৭৮ মিনিটে পর্তুগালকে ফের এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। এর ঠিক দুই মিনিট পর স্কোরলাইন ৩-১ করেন লেয়াও। ৮৯ মিনিটে ওসমান বুকারির হেডে ব্যাবধান কমায় আফ্রিকান দলটি।