।। প্রথম কলকাতা ।।
Clothes Musty Smell: বর্ষাকাল মানেই মাসজুড়ে ঘরে ঘরে দড়ি টাঙ্গিয়ে সারি সারি জামা কাপড়। কাপড় ধোয়ার পর কখনো কখনো শুকতে দেরি হয়। আর তখন সারা বাড়িতে কেমন যেন একটা বোটকা গন্ধ নামে। বর্ষা শুরু হয়েছে এবং বৃষ্টিতে প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে, অন্যদিকে কিছু সমস্যাও শুরু হয়েছে। বৃষ্টির কারণে ঘরে বাতাস ও সূর্যের আলো না প্রবেশ করায় বদ্ধ জায়গায় ভেজা জামাকাপড় থাকলে বোঁটকা গন্ধ হয়৷ যত ভালো করেই ধোয়া হোক না কেন, রোদে না শোকালে ওই গন্ধ থেকেই যায়৷
বর্ষাকালে আর্দ্রতা বৃদ্ধি এবং ঘামের কারণে এই গন্ধ আসে। তবে চিন্তা করবেন না। আজ আমরা আপনাদের এমন কিছু পদ্ধতির কথা বলছি, যেগুলো ব্যবহার করে আপনি বর্ষাকালে কাপড় থেকে আসা দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারেন। জামাকাপড় জমাট বাঁধা এড়িয়ে চলুন বেশিরভাগ লোকেরা তাদের দৈনন্দিন কাপড়গুলি লন্ড্রি ব্যাগে বা ওয়াশিং মেশিনের ভিতরে ফেলে একসাথে ধোয়ার প্রবণতা রাখে। বর্ষাকালে ব ধোয়ার পরই ভালো করে মেলে দিন। নিয়মিত ধোয়া ভেজ নোংরা কাপড় আশেপাশে ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি ধোবেন, কাপড়ে দুর্গন্ধ তত কম হবে৷
ভিনেগার, বেকিং সোডা ডিটারজেন্টের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন৷ যদি অবিরাম বৃষ্টি হয় এবং আপনি কাপড় ধুয়ে থাকেন, তাহলে আবহাওয়া পরিষ্কার হওয়ার জন্য অপেক্ষা করবেন না৷ কাপড় বিছিয়ে ঘরের ভেতরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন৷ রোদে বের হলে কাপড় রোদে শুকিয়ে নিন। লেবুর রস যোগ করুন আপনি যে জলে জামাকাপড় ভিজিয়ে নিচ্ছেন তাতে কিছু লেবুর রসও যোগ করতে পারেন। এর ফলে ভেজা গন্ধ থাকবে না এবং কাপড় সতেজ থাকবে৷
বর্ষার কাঁচা কাপড় আলমারিতে একটানা অনেকদিন রেখে দিলে তাতে ছত্রাক পড়ে যায় তাই মাঝে মাঝে আলমারির কাপড় নাড়াচাড়া করবেন। পারলে কিছুক্ষণ খুলে রাখবেন আলমারির দরজা। আলমারিতে ন্যাপথলিন রাখতে ভুলবেন না। আর শোয়ার ঘরে কোনভাবেই জামা কাপড় মিলবেন না শারীরিক সমস্যা হতে পারে। সুগন্ধি দিয়ে দুর্গন্ধ দূর করতে পারলেও জামা কাপড়ে জীবাণু থেকে যায় যার ফলে স্কিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। জীবাণু ও ছত্রাকের হাত থেকে পোশাককে বাঁচানোর জন্য বর্ষাকালে ঘামে ভেজা কাপড় কাচার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে নিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম