।। প্রথম কলকাতা ।।
Bank Robbery: রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি রাজ্য সরকারের সমবায় ব্যাঙ্কে। শাটারের তালা কেটে ভয়াবহ চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো শিমুলিয়ার নিশ্চিন্তপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক বাসা বেঁধেছে। বৃহস্পতিবার এই ভয়াবহ চুরির বিষয়টি সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেখানে। খবর দেওয়া হয় গোপালনগর থানার পুলিশকে। শুরু হয় তদন্ত।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার শিমুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় রাজ্য সরকারের সমবায় কৃষি উন্নয়ন সমিতির গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে ব্যাঙ্কের ম্যানেজার তালা খুলতে এসে দেখেন তালা ভেঙে শাটার কেটেছে কেউ। শুধু তাই নয় । ভেতরে ঢুকে আলমারি ড্রয়ার ভেঙে হাতিয়ে নেওয়া হয়েছে সেখানে থাকা সমস্ত টাকা। প্রমাণ লোপাটের চেষ্টায় সিসিটিভি ক্যামেরা পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে।
স্থানীয় এক বাসিন্দার দাবি, ওই সমবায় সমিতির ব্যাঙ্কটি থেকে প্রায় ছয় লক্ষ টাকা চুরি করা হয়েছে। গ্যাস কাটার দিয়ে শাটার কাটা হলেও তাঁর কোন শব্দ স্থানীয় বাসিন্দারা শুনতে পাননি বলে জানা গিয়েছে। কাজেই বিষয়টি বর্তমানে গোপালনগর থানার তদন্তাধীনে রয়েছে। কারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তা জানতে শুরু হয়েছে তদন্ত। আশেপাশে এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । গতকাল রাতে ওই এলাকায় কোন সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা হয়েছিল নাকি তাও খতিয়ে দেখছে গোপালনগর থানার পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম