।। প্রথম কলকাতা ।।
Elephants corridor: হঠাৎই যান চলাচল বন্ধ হয়ে গেল জাতীয় সড়কে। তখন জাতীয় সড়ক পার হচ্ছে হাতির দল। তার জেরেই সার দিয়ে রাস্তায় দাঁড়িয়ে পন্যবাহী ট্রাক, যাত্রীবাহী গাড়ি। বলা তো যায় না, রেগে গিয়ে কখন ঘুরে এসে হামলা চালায় তারা! বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির নাগরকাটার ধরনিপুর চাবাগানের কাছে এই ছবি ধরা পড়ল।
অন্তত বাইশ তেইশটি হাতির একটি দল। তার মধ্যে শিশু ও কিশোর হাতির সংখ্যাই বেশি। এক ছুটে ৩১ নম্বর জাতীয় সড়ক পার হয়ে ডায়না জঙ্গলে ঢুকে পড়ল তারা। তবে তাদের দলপতি যে দাঁতাল তার চালচলনই আলাদা। সে থাকলো এক্কেবারে শেষে। বলা তো যায় না দলের কোন শিশু কখন পিছিয়ে পড়ে আলাদা হয়ে যায়।তাই সে সবার পেছনে। জাতীয় সড়কের দু পাশের গাড়িগুলির দিকে তাচ্ছিল্য ভাবে তাকিয়ে জঙ্গলে ঢুকে পড়লো সে। ততক্ষণে মোবাইল ক্যামেরায় ছবি উঠছে। একবার তা দেখে নিয়ে জঙ্গলের আড়াল খুঁজে নিল সে।
অবাক হওয়ার আরও ব্যাপার রয়েছে। এই হাতির দল প্রতিদিনই বিদেশ ভ্রমণ করে। এদিন তেমনই ভুটান থেকে ফিরছিল হাতির দলটি। এই হাতির দলটি বুধবার সন্ধ্যায় ভুটানে চলে গিয়েছিল। এদিন দুপুর দুটো নাগাদ ভুটান থেকে ফিরে আসার সময় হাতির দলটি কে ধরনিপুর চাবাগান থেকে বের করে ৩১নং জাতীয় সড়ক পার করে ডায়না জঙ্গলে ঢুকিয়ে দেয় বনকর্মীরা। বন দফতরের বিট অফিসার স্বপন সেনের নেতৃত্বে এই হাতির দলটিকে ডায়না রেঞ্জের জঙ্গলে ঢোকানো হয়েছে বলে জানা গিয়েছে। রেঞ্জার অশেষ পাল বলেন, এই হাতির দলটি প্রতিদিনই ভুটানে চলে যায়। পর দিন ফিরে আসে। সেসময় আমরা সেই হাতির দলটিকে ডায়না জঙ্গলে ঢুকিয়ে দিই। এদিন দুপুরেও আমরা ডায়না জঙ্গলে ঢুকিয়ে দিয়েছি হাতির দলটিকে ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম