।। প্রথম কলকাতা ।।
Tushar Mehta: মোদী সরকারের চরম আস্থার পাত্র তুষার মেহতাকে চেনেন? ভারতের সলিসিটর জেনারেলের কাজটা ঠিক কি বলুন তো? এসজি তুষার মেহতাকে ঘিরে বিতর্ক হয়েছে বাংলা থেকেও। কেন বাড়ানো হল সলিসিটর জেনারেলের মেয়াদ? খবর হল সলিসিটার জেনারেল পদে তুষার মেহতার মেয়াদ বাড়াল কেন্দ্র। আরও তিন বছর এই পদে থাকবেন মেহতা। সারা ভারত জুড়ে ইউনিফর্ম সিভিল কোড লাগু নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে কেন্দ্র সরকারের এই স্টেপ কি পজেটিভ কোনও ইঙ্গিত দিচ্ছে?
বিজেপি জমানায় ২০১৮ সালের ১০ অক্টোবর সলিসিটার জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন তুষার মেহতা। এতবার সলিসিটার জেনারেল কথাটা শুনছেন এর মানে জানেন? একজন সলিসিটার জেনারেলের কাজটাই বা কী? এসজি তুষার মেহতাকে নিয়ে বারবার ভারতের বিভিন্ন বিরোধী দল গুলো প্রশ্ন তুলেছেন অভিযোগ তুলেছেন বাংলার শাসকদল এসজিকে অপসারণের জন্য রাষ্ট্রপতিকে চিঠিও দেওয়া হয়। তথ্য বলছে এ নিয়ে তৃতীয়বার মেয়াদ বাড়ল মেহতার পদের। ২০১৭ সালের ২০ অক্টোবর বর্ষীয়ান আইনজীবী রঞ্জিত কুমার এসজি পদ থেকে ইস্তাফা দেওয়ার পর প্রায় একবছর নতুন করে এই পদে কেউ বহাল থাকেননি। তুষার মেহতা গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে আইনের পাঠ নেওয়া তুষার মেহতা। মেহতা ১৯৮৭ সালে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন ২০০৭ সালে ৪২ বছর বয়সে গুজরাট হাই কোর্টের সিনিয়র আইনজীবী হন। ২০১৪ সালে অতিরিক্ত সলিসিটর জেনারেল নিযুক্ত হন তিনি। ২০১৮ সালে ভারতের সলিসিটর জেনারেল পদে নিয়োগ করা হয় তুষারকে মেহতাকে।
ভারতের সলিসিটর জেনারেল অ্যাটর্নি জেনারেলের নীচে কাজ করেন। ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কটারামানি। অ্যাটর্নি জেনারেল একটি দেশের সর্বোচ্চ র্যাঙ্কিং আইনজীবী বা অ্যাটর্নি সলিসিটর জেনারেল হলেন ভারতের দ্বিতীয় আইন কর্মকর্তা। এসজির মূলত কাজ বিভিন্ন আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্র সরকারকে পরামর্শ দেওয়া। ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট যখনই প্রয়োজন হয় যেকোনও রিট পিটিশন, আপিল ও অন্যান্য আইনি কার্যধারায় তখনই হাজির থাকেন সলিসিটর জেনারেলকে এর ভারত সরকারের তরফ থেকে প্রতিনিধিত্ব করেন। কেন্দ্র একটি নোটিশ জারি করে জানিয়েছে। বিক্রমজিত্ ব্যানার্জি, কে এম নটরাজ, বলবীর সিং, এস ভি রাজু, এন ভেঙ্কটরামন এবং ঐশ্বরিয়া ভাটিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে মাধবী দিভান, সঞ্জয় জৈন এবং জয়ন্ত কে সুদের মেয়াদ শেষ হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দেশজুড়ে ইউসিসি লাগু হওয়ার জোর জল্পনার মাঝে এসজির মেয়ার বৃদ্ধি রীতিমত ভাবাচ্ছে বিরোধীদের৷ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রীতিমত সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার দেখার কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ কী হয়৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম