।। প্রথম কলকাতা ।।
চিন পাক আর্মিকে বোকা বানিয়ে দিল? ভারত হাসছে আমেরিকায় বসেই কোন গোপন প্ল্যান করে রেখেছিলেন মোদী? খবরটা জানা আছে। LAC-LOC জুড়ে তুমুল তৎপরতা। চিনের মাথায় যে ছক ঘুরছে সেটাই তো বানচাল করবে ইন্ডিয়ান নেভি। চিনের অ্যাকশন নেওয়ার আগেই ভারত রেডি৷ ভারতকে হাইলি কনফিডেনশিয়াল তথ্য দেবে আমেরিকা। মোদী-বাইডেনের মধ্যে সব চুক্তির মাঝে এমন কোন গোপন চুক্তি হল। যা প্রকাশ্যে আনা হল না একেবারেই। ভারতীয় গোয়েন্দাদের দাবি, তলায় তলায় ষড়যন্ত্র শুরু করেছে পাকিস্তান। আর সেই ষড়যন্ত্রের মুল মাথাই হতে চলেছে চিন। প্রশান্ত মহাসাগরে বেজিংয়ের জন্য রেড অ্যালার্ম বাজাচ্ছে ইন্ডিয়ান নেভি। শুনতে পাচ্ছে ড্রাগনের দেশ?
পাকিস্তান নাকি আর্থিকভাবে বিপর্যস্ত কিন্তু দুঃসাহস দেখবেন। চিনের থেকে অত্যাধুনিক অস্ত্র পেতে ১.৭ মিলিয়ান মার্কিন ডলার খরচ করতে চলেছে পাকিস্তান। এলওসির ধারে নতুন নির্মাণ তৈরি করছে পাকিস্তান এখবর আগেই আপনাদের দিয়েছে প্রথম কলকাতা। তবে ইসলামাবাদ ও বেজিংয়ের নয়া ডিলের চমকে দেবে আপনাকে। ভারতের ইন্টালিজেন্স নিশ্চিত করছে ভারত-মার্কিন MQ-9B রিপার ড্রোনের চুক্তি চূড়ান্ত হতেই পাকিস্তান এবার চিনের থেকে কিনতে চলেছে একে টেক্কা দেওয়ার মতো ড্রোন। বিশেষজ্ঞদের দাবি, চিনের তৈরি Cai Hong-4, মার্কিন MQ-9B রিপারের মতোই ক্ষমতা সম্পন্ন ড্রোন। এর থেকেই মিসাইল হামলাও করা যায় তবে শুধু ড্রোনই নয়, চিনের কাছে আটটি AR-1 ক্ষেপণাস্ত্র কিনতে চেয়ে রাওয়ালপিণ্ডির সেনাকর্তারা অর্ডার দিয়েছেন বলে জানা গিয়েছে। গবেষণাটা বোধহয় আরও একটু বেশি করতে হত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রককে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, MQ-9B রিপারের মতো সাফল্যের রেকর্ড নেই চিনের Cai Hong-4 ড্রোনের। উলটে কঠিন অপারেশনের সময় যান্ত্রিক ত্রুটির জেরে বিপদ বাড়িয়েছে বেজিংয়ের ওই উড়ুক্কু যান। সেটাই নাকি এত কোটি টাকা খরচ করে কিনছে ইসালামাবাদ৷ তাহলে কি বেজিং এবার বোকা বানাচ্ছে পাকিস্তান ফোর্সকে? চিনকে রাতের ঘুম উড়িয়ে দিতে মোদী নয়া স্ট্র্যাটেজি জানেন? বিশ্বের সবথেকে বড় নৌবাহিনী ড্রাগনের দেশের কাছে থাকলেও চোখে চোখ রেখে এবার কথা হবে চিনা সাবমেরিন প্রশান্ত মহাসাগরের কোথায় ঘুরছে সব খবর পাবে ভারত। মহাসাগরের গভীরে নজরদারি চালায় আমেরিকার জলের নীচে হাইড্রোফোন ব্যবহার করে চালানো হয় নজরদারি। সাবমেরিনের গতিবিধি ধরা পরে এই হাইড্রোফোনের মাধ্যমে। সেই চিনা সাবমেরিনের তথ্য ভারতকে পাশ করবে আমেরিকা। সেটা কীভাবে জানেন?
মনে রাখতে হবে সাবমেরিনকে ট্র্যাক করা, তার খুঁটিনাটি ইনফো জানা ও প্রয়োজনে সাবমেরিনকে ধ্বংস করার প্রয়োজনীয় খুঁটিনাটি রয়েছে যু্ক্তরাষ্ট্রের হাতে। আমেরিকার সি অপারেশন প্ল্যাটফর্ম চিনকে নজরে রেখে এই প্ল্যাটফর্মে বোয়িং পি৮-১, পোসেডিয়ান, এমএইচ-৬০ হেলিকপ্টার সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করতে সক্ষম এমএইচ-৬০ হেলিকপ্টার, বোয়িং পি৮-১। আর প্রয়োজনে ভারতের হাতে আসতে পারে যুক্তরাষ্ট্রের সেসব তথ্য। মোদীর এই সফর যে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এমনি এমনি বলা হচ্ছিল না এবার বুঝতে পারছেন তো৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম