।। প্রথম কলকাতা ।।
Jagaddhatri: জি বাংলার ‘জগদ্ধাত্রী’র পারিশ্রমিক কত? টাকার অংক ঘুরিয়ে দেবে মাথা। জি বাংলা সিরিয়ালটির জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছুই নেই। এই সিরিয়াল একাধিকবার বেঙ্গল টপার হয়েছে। আজও টিআরপি তালিকাতে সেরার স্থান দখল করা নিয়ে জগদ্ধাত্রীর সঙ্গে অন্যান্য সিরিয়ালের হাড্ডাহাড্ডি লড়াই চলে। এই সিরিয়ালের মাধ্যমেই বাংলা সিরিয়ালের নায়িকা হিসেবে পথ চলা শুরু করেছেন অঙ্কিতা মল্লিক। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অঙ্কিতা একেবারেই নতুন মুখ। কিন্তু প্রথম সুযোগেই তিনি কিস্তিমাত করে দিয়েছেন।
বর্তমানে দর্শকদের খুবই পছন্দের একজন অভিনেত্রী তিনি। দিনে দিনে তার জনপ্রিয়তা বাড়ছে। জগদ্ধাত্রী চরিত্রটির মধ্যে দ্বৈত সত্তা রয়েছে। একদিকে সে যেমন ঘরোয়া, গৃহকর্মে নিপুণা, শান্ত স্বভাবের মেয়ে, অন্যদিকে আবার দাপুটে পুলিশ অফিসার। তার ভয়ে কাঁপে গুন্ডারা।
জি বাংলার এই সিরিয়ালটি কার্যত আর পাঁচটা সিরিয়ালের তুলনায় আলাদা। সেটা সম্ভব হয়েছে জগদ্ধাত্রীর চরিত্রটির মধ্যে আলাদা আলাদা সত্তা ফুটিয়ে তোলার জন্যই। আর এই কাজটি নিখুঁতভাবে পর্দাতে উপস্থাপন করছেন অঙ্কিতা। ঘরোয়া গৃহবধূ জগদ্ধাত্রীই বাড়ির বাইরে ‘দাবাং’ পুলিশ অফিসার জ্যাস। দর্শকরা খুবই পছন্দ করছেন এই অভিনেত্রীকে।
এই মুহূর্তে বাংলা সিরিয়ালের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অঙ্কিতা। এর আগে তিনি কেবল কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এটাই তার প্রথম সিরিয়াল, কিন্তু তার অভিনয় দেখে সেটা আন্দাজ করা যায় না। স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক তাই ইন্ডাস্ট্রির পোড় খাওয়া নায়িকাদের তুলনায় কিছু কম নয়। বিভিন্নসংবাদ মাধ্যম সম্প্রতি অঙ্কিতা মল্লিকের পারিশ্রমিকের অংকটা জানা গিয়েছে। ‘জগদ্ধাত্রী’ হিসেবে যখন প্রথম অভিনয় শুরু করেছিলেন অঙ্কিতা তখন তাকে ৭০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হত। সিরিয়াল শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই যখন জনপ্রিয়তা বেড়ে যায় তখন পারিশ্রমিকের অংকটাও বাড়ে।
জি বাংলা জগদ্ধাত্রী সিরিয়ালে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। গত কয়েক সপ্তাহে সিরিয়ালের টিআরপি কিছুটা কমলেও জনপ্রিয়তা কিন্তু এখনো অটুট রয়েছে। শুরুতে ৭০ হাজার টাকা পেল এখন সেই অংকটা বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। জানা গিয়েছে এখন ৯০ হাজার টাকা পারিশ্রমিক পান জগদ্ধাত্রী নায়িকা। তবে শুধু পারিশ্রমিক নয় তার জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম