।। প্রথম কলকাতা ।।
Pakistan Iraq India: পাকিস্তান জোর ধাক্কা খেল কাশ্মীর ইস্যুতে হাতছাড়া হল বড় সুযোগ। বন্ধু দেশ ইরাক ধোঁকা দিয়ে কীভাবে ভারতের টিমে চলে গেল? বিলাবল ভুট্টো গিয়েছিলেন বাগদাদে ফেল হয়ে গেল কূটনীতি। সময় খারাপ হলে এমনটাই হয় বলছেন নিন্দুকেরা। ভারত ছিনিয়ে নিল পাকিস্তানের মিত্রকে নাকি পাকিস্তানই বিষিয়ে দিয়েছিল সম্পর্কটা। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো ভাবতেও পারননি। ইরাক লাস্ট মোমেন্টে এভাবে ঘুরে যাবে ইরাক কি ভয় পাচ্ছিল পাকিস্তান তাদের কাছেও হাত পেতে বসবে। ভারতের সঙ্গে তেল নিয়ে বড় ডিল হচ্ছে ইরাকের।
কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানকে সমর্থন করল না ইরাক৷ ইরাকের তরফ থেকে বলে দেওয়া হল তারা কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে রয়েছে। এখানে সবথেকে বড় প্রশ্ন হল পাকিস্তানের হঠাৎ কাশ্মীর ইস্যু নিয়ে ইরাকের সমর্থন চাইতে হল কেন? রিপোর্ট বলছে পাকিস্তান নিজেরাই নিজেদের সর্বনাশ ডাকলো। ইসলামাবাদের তরফ থেকে রীতিমত অনুরোধ করা হয়েছিল। বিলাবল ভুট্টোর সফরের মধ্যেই খবর এল। ্ভারতের সঙ্গে জ্বালানি তেলের রপ্তানিতে আরও বাড়াতে চায় ইরাক। জেনে রাখুন আজকে থেকে পাকিস্তানের সঙ্গে ইরাকের সম্পর্ক নয়৷ পাকিস্তানীরা ইরাককে তাদের দ্বিতীয় ঘর বলে পরিচয় দেয়। পাকিস্তানের পরিচয় ও স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ায় আরব দেশগুলোর মধ্যে প্রথম ইরাক ছিল। এছাড়াও ৯৫ শতাংশ মুসলিমদের দেশের ঐতিহ্য ও ঐতিহাসিক দিক দিয়েও দুটো দেশের মধ্যে বিস্তর মিল। কিন্তু ইরাক যা চেয়েছে তা কোনওদিনই দিতে পারেনি পাকিস্তানের। তাই অবস্থ বুঝে ইরাকও ছেড়ে দিল হাত৷
বিলাবল ভুট্টো এবারের সফরে সাক্ষাত করেছিলেন ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ জামালের সঙ্গে। তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী মহঃ সিয়া আল সুদানি। এই সফরের পরই পাকিস্তানের দাবি ছিল ইরাকের সঙ্গে এবার ঐতিহাসিক বৈঠক হয়েছে তাদের। কিন্তু তারপরই সামনে এল এত বড় ব্লান্ডার বিশেষজ্ঞরা বলছেন কাশ্মীর ইস্যুতে ইরাক বরাবরই ভারতের সঙ্গে। পাকিস্তানে সিয়া মুসলিমদের সঙ্গে যে ধরণের আচরণ হয় ইরাক তাতে ক্ষুব্ধ। এটা জানা সত্ত্বেও পাকিস্তান বদলায়নি। এবার ভারতের সঙ্গে কত বড় ডিল হয়ে গেল বাগদাদের। ইরাকের তেলমন্ত্রী হায়ান আবদুল গনি ভারতে সফরে এসেছেন, সেখানে ভারতের মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। ভারত ইরাককে নিশ্চিত করেছে বাগদাদ থেকে তেলের আমদানি আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে ভারত।
পরিসংখ্যান বলছে এপ্রিলে ৮২৮,০০০ ব্যারেল পার ডে তেল আমদানি মে ৮৩৯,০০০ ব্যারেল পার ডে তেল আমদানি। কূটনৈতিক মহলের দাবি, একটা সময় ভারত ইরাক থেকে পার ডে ১ মিলিয়ন ব্যারেলও জ্বালানি তেল কিনেছে কিন্তু এখন সেই মোড় ঘুরে গেছে রাশিয়ার দিকে। রাশিয়া থেকে এখন অনেক বেশি তেল কেনে ভারত। সেজন্য এটা ভারতের তরফ থেকে ইরাককে নিশ্চিত করা দরকার ছিল পরিস্থিতি আবারও আগের মতো হবে। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র বাণিজ্যিক ভাবে নয় ইরাককে ভারত সমর্থন করছে জিওস্ট্যটেজিক্যালিও। এর মানে ভারতের পৌষমাস আর পাকিস্তানের হল সর্বনাশ৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম