।। প্রথম কলকাতা ।।
Castor Oil for Hair Benefits: লম্বা ঘন চুল পেতে চান? জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল? মরুভূমির মত অবস্থা থেকে মাথা ভরে যাবে ঘন কালো চুলে। চুলের যত্নে কীভাবে কাজে লাগে ? আপনার কি ভুরু পাতলা ? চওড়া করতে চান? ক্যাস্টর অয়েলেই লুকিয়ে সমাধান। এই বিশেষ ধরনের তেল কী কী সমস্যা দূর করে ? চুল খুব পড়তে থাকলে আগেভাগে সাবধান হন। আপনি হয়তো শুনেছেন চুলের যত্নে ক্যাস্টর অয়েল অনেকেই ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কী এই তেল ব্যবহারের পদ্ধতি আর পাঁচটা তেলের মতো নয়। কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল? যাতে চুল গজাবে খুব তাড়াতাড়ি। ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে। মাথার তালুতে ভালভাবে রক্তসঞ্চালন হয় যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তাই বলা হয় ক্যাস্টর অয়েল মাখলে চুল তাড়াতাড়ি লম্বা হয়। সপ্তাহে দুদিন ক্যাস্টর অয়েল ম্যাসাজ করতেই পারেন। নতুন চুল গজাতেও সাহায্য করে ক্যাস্টর অয়েল। চুলকে ভাল রাখার অন্যতম সেরা দাওয়াই এটি।জানেন কি ক্যাস্টর ওয়েল সবচেয়ে ভালো কাজ করে কখন?
ক্যাস্টর অয়েলের সঙ্গে মেশাতে পারেন পেঁয়াজের রস। এতে কম বয়সে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পাকা চুল দেখলেই নিয়ম করে এই তেল লাগান। এটি চুলের রং ধরে রাখে ক্যাস্টর অয়েলের সঙ্গে সমান পরিমাণ পেঁয়াজের রস মেশান। এবার তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে দূর হবে চুলের যে কোনও সমস্যা। চুল রুক্ষ হয়ে গেলে মোটেই তা দেখতে ভাল লাগে না। যত্ন না করলে ডগা ফাটা চুল উঠে যাওয়ার মতো সমস্যা হয়। চুলের জেল্লা বজায় রাখতে ক্যাস্টর অয়েল ব্যবহার করুন।
আবার অনেকেরই ভুরু খুব পাতলা হয়। ভুরুর লম্বা রেখার মাঝে ফাঁক থাকলে দেখতে খারাপ লাগে। তাই অনেকেই পেন্সিলের সাহায্যে ফাঁকাস্থান ভরাট করে। কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না। কখনও ভুরুর সমস্যায় ক্যাস্টর অয়েল ব্যবহার করে দেখেছেন? ভুরু পাতলা হয়ে গেলে ক্যাস্টর অয়েল মাখলে উপকার পাওয়া যায়। একটি পরিষ্কার কাচের শিশিতে অলিভ অয়েল, নারকেল তেল, ক্যাস্টর অয়েল, কাঠ বাদামের তেল সমান পরিমাণে মিশিয়ে নিন, এক-একটি তেলের ঘনত্ব এক এক রকম তাই খুব ধৈর্য নিয়ে মেশাতে হবে। এই তেলটি ব্যবহার করার আগে হালকা গরম করে নিলে আরও ভাল ফল পাবেন।
সংবাদমাধ্যমে এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়। মাথার তালু বা স্ক্যাল্পে হওয়া বিভিন্ন ইনফেকশন, ইচিং বা চুলকানি, খুশকি ইত্যাদি দূর করতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ রয়েছে এই তেলের মধ্যে। তবে এই তেল খুবই চিটচিটে ধরনের। তাই ক্যাস্টর অয়েল ম্যাসাজ করলে অন্তত একটু বেশি শ্যাম্পু করা প্রয়োজন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম