।। প্রথম কলকাতা ।।
Weather Update: সকাল থেকে তুমুল বৃষ্টি! দুর্যোগের আশঙ্কা হুহু করে কমছে তাপমাত্রা। তবে কি বর্ষা শুরু কলকাতায়? দক্ষিণবঙ্গের হাওয়ার বড় বদল শুরু। ভারী বৃষ্টিতে নাকাল হতে পারেন আপনিও, এই এই জেলায় হলুদ সর্তকতা। এর মধ্যে কি আপনার এলাকা রয়েছে? সপ্তাহের প্রথম দিনে আবহাওয়ার আপডেট জেনে নিন। কলকাতার ঘুম ভঙার আগে থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শহরতলিও ভিজছে সকাল থেকে। বিভিন্ন জেলায় দুর্যোগ। ঘন কালো আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হচ্ছে জেলায় জেলায়। একটানা এই বৃষ্টি যেন বর্ষারই রূপ। তবে কি দক্ষিণবঙ্গে বর্ষা এল? কী বলছে হাওয়া অফিস?
আজ দিনভর কলকাতা ও আশেপাশের অঞ্চলে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর সঙ্গে শহরে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে এই সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে কি উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে বর্ষা এল? প্রচন্ড গরম থেকে রেহাই মিলবে? কি বলছে আবহাওয়া দপ্তর?
আজ থেকে সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি। প্রাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, আসবে স্বস্তি। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি। উত্তরবঙ্গে পাঁচ দিন পরে বর্ষার প্রবেশ হয়েছিল দক্ষিণবঙ্গে অবশ্য তার থেকেও দেরি হবে। উত্তরবঙ্গে ঝাঁপিয়ে বর্ষার বৃষ্টি। আগামী ৭২ ঘণ্টায় ওপরের দিকের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। আরো পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে।
সব জেলার জন্য সুখবর নেই। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অস্বস্তি কমতে সময় লাগবে আরও বেশ কয়েকটা দিন এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন সকালে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ। এদিকে চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
দিল্লিতেও সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত। ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস শোনাল আই এমডি। দেশের চারটি রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এই তালিকায় রয়েছে তামিলনাড়ু, গুজরাট, কেরালা এবং গোয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার মতো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম