।। প্রথম কলকাতা ।।
Cyclone Biparjoy: পাকিস্তানকে ঘূর্ণিঝড় বিপর্যয়ের হাত থেকে বাঁচাল ভারত। ভারতকে ধন্যবাদ জানাচ্ছেন পাকিস্তানীরা। বিপর্যয় গুজরাত পেরিয়ে রাজস্থানে এ কি তান্ডব চালালো? হাই অ্যালার্ট জারি। হাজার হাজার গাছ উপড়ে গেছে, উপকূল এলাকা লন্ডভন্ড। মাঝরাত পর্যন্ত চলল ঝোড়ো হাওয়া, বৃষ্টির তাণ্ডব। লন্ডভন্ড দ্বারকা, সৌরাষ্ট্র, পোরবন্দর, কচ্ছ উপকূল চত্বর। বিপর্যয়ের এফেক্ট এতটাই জোরদার হবে অনুমান করা হয়েছিল আগেই।
রাত সাড়ে ১০ থেকে সাড়ে ১১ টার মধ্যে গুজরাতের মাটি ছোঁয় বিপর্যয়। ল্যান্ডফলের সময় ১২৫-১৪০ কিমি বেগ ছিল ঘূর্ণিঝড়ের। হাজার হাজার গাছ, বিদ্যুতের খুঁটি মাটি থেকে উপড়ে ফেলে ঝড়ের তান্ডব। ওখা বন্দরে ঝড়ের দাপটে জড়োর করা কয়লায় আগুন লেগে যায়। কিন্তু পাকিস্তানের করাচির অবস্থা ঠিক কি দাঁড়াল? সেখানেও কি এতটাই বিপত্তি? গুজরাতের ৯৪০টা গ্রামে সব থেকে বেশি এফেক্ট দেখা গিয়েছে বিপর্যয়ের এর মধ্যে কচ্ছ, সৌরাষ্ট্র পুরোপুরি তছনছ। গুজরাত থেকেই ২ জনের মৃত্যু খবর পাওয়া গেছে, আহত ২৩। বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকে উপকূলীয় এলাকা সঠিকভাবে খালি করার ফলেই বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আসলে গুজরাট সরকার এবং কেন্দ্র আগে থেকেই বিপর্যয়ের জন্য প্রস্তুত ছিল। ১৮টি বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রেখেছিল প্রশাসন। তৈরি ছিল সেনা, নৌ ও বায়ুসেনা বাহিনী, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আগেভাগেই উপকূল চত্বর থেকে প্রায় এক লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ দূরত্বে। দুর্গতদের জন্য রাজ্যজুড়ে ১৫১২টি শিবির তৈরি করে প্রশাসন।
জানা যাচ্ছে এখনও বেশ শক্তিশালী রয়েছে ঘুর্ণঝড় বিপর্যয়। যা দক্ষিণ রাজস্থানের দিকে বেঁকে গিয়েছে। এদিকে পাকিস্তানের করাচিতে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সেটা এখন অনেকটাই স্বাভাবিক। গুজরাতের জাকাউ বন্দরেই ঝড়ের মূল প্রভাব থাকায় বেঁচে গেল করাচি। তাই পাকিস্তানিরা ধন্যবাদ জানাচ্ছে ভারতকে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আছড়ে পড়ার পর একটা সময় ঝড়ের গতিবেগ প্রায় ১৪০ কিলোমিটার পর্যন্ত হলেও রাত বাড়তেই সেটা ক্রমশ কমতে থাকে শুক্রবার ভোর পর্যন্ত ঝড়ের প্রভাব অনেকটা কমে যায়। শনিবার এবং রবিবারের মধ্যে বিপর্যয় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখনও রাজস্থানে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। রাজস্থানের বিভিন্ন জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম