।। প্রথম কলকাতা ।।
Arun Goel: সম্প্রতি নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন অরুণ গোয়েল। এবার প্রাক্তন আইএএস অফিসারের সেই প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, বুধবার তাঁর নিয়োগ সংক্রান্ত ফাইল বৃহস্পতিবার হাজির করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।সেইসঙ্গে বলা হয়েছে, যদি নিয়োগ সঠিকভাবে হয়ে থাকে যেমনটা দাবি করা হচ্ছে, তাহলে ভয়ের কিছু নেই।
‘হিন্দুস্তান টাইমস’ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫ বিচারপতির বেঞ্চ মূলত জানতে চেয়েছে, এই নিযুক্তি সঠিকভাবে হয়েছে কি না! বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন বেঞ্চের বক্তব্য, যেহেতু সবেমাত্র তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। আর তারপরই তাঁকে নির্বাচনী আধিকারিক করে তোলা হয়েছে। এই নেপথ্যে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কি না জানতেই, ফাইল দেখতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, এই নিযুক্তি নিয়ে কোর্টের দ্বারস্থ হন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। রিপোর্ট অনুযায়ী, সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল নিজের বক্তব্যে পেশ করে অবজেকশন জানালেও, এই নিয়োগ সংক্রান্ত ফাইল কোর্টে পেশ করার কথা বলেছে শীর্ষ আদালত।
যেদিন অরুণ গোয়েলকে নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে, সেই দিন থেকে প্রায় ৬ সপ্তাহ আগে স্বেচ্ছায় অবসরের অনুমতি দেওয়া হয় তাঁকে। আর তার পরপরই এই নিয়োগ অনেক প্রশ্ন তৈরি করেছে। প্রসঙ্গত, চলতি বছরের ৩১ তারিখ তাঁর অবসর নেওয়ার কথা ছিল। আইনজীবী প্রশান্ত ভূষণের কথায়, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে এখানে নির্বাচনী আধিকারিক করা হয়েছে। তাঁর নিযুক্তির নির্দেশ শনিবার অথবা রবিবার ইস্যু হয়। আর কাজের দিন শুরু হয়েছে সোমবার। সমস্ত বিষয় নিয়ে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার অরুণ গোয়েল। কেন্দ্রীয় সরকারের সচিব পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নিয়োগ হয়েছে। গুজরাট বিধানসভা নির্বাচনের আগে তাঁর কমিশনার পদে আসা সন্দেহ বাড়িয়েছে। সঠিক পদ্ধতিতে সমস্তকিছু হয়েছে কিনা, তা এবার জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম