।। প্রথম কলকাতা ।।
Hair Care Tips : চুলে চিরুনি ছোঁয়ালেই ঝড়ে পড়ছে খুশকি। শীতকালে কালো জ্যাকেট দূরে সরিয়ে রেখেছেন শুধু এই খুশকির জন্য? ঠান্ডা আবহাওয়ায় খুশকির সমস্যা খুব স্বাভাবিক একটি সমস্যা। যেকোনো গাঢ় রঙের পোশাক পরলে মাথা থেকে ঝরে পড়া খুশকি পোশাকের উপরে ফুটে ওঠে। কিন্তু তাই বলে কোন পার্টি কিংবা অনুষ্ঠানে কালো জ্যাকেট বা পছন্দের কালো ড্রেসটি না পড়তে পারা খুব একটা ভালো বিষয় হবে না। এই খুশির সমস্যা সমাধানে ঘরোয়া কয়েকটি টোটকা ভীষণভাবে কাজ করে। এই প্রতিবেদনে রইল খুশকির সমস্যার সমাধানকারী কিছু ঘরোয়া উপারের হদিশ
১) বিশেষজ্ঞদের মতে, এমন অনেকেই রয়েছেন সারা বছর যারা খুশির সমস্যায় ভোগেন। তবে শীতকালে সেই সমস্যা আরও বেড়ে যায়। নিয়মিত যদি চুলের গোড়া পরিষ্কার রাখা হয় তবে খুশকির সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি মেলে।
২) এছাড়াও খুশকির সমস্যা সমাধানে খুব প্রয়োজন হলে পার্লার কিংবা স্যাঁলোতে গিয়ে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে।
৩) প্যারাবিন মিশ্রিত শ্যাম্পু এই সমস্যা আরও বাড়িয়ে দেয়। রাসায়নিক রয়েছে এমন কোন শ্যাম্পুর বদলে অর্গানিক শ্যাম্পু ব্যবহার করলে খুশকি সমস্যা কমবে।
৪) শুধুমাত্র মাথায় নয় এই ড্যানড্রাফের সমস্যা অনেকের ক্ষেত্রে চোখের পাতা এবং ভ্রূতেও দেখা যায়। এক্ষেত্রে আদা এবং ভিনিগারের সংমিশ্রণ অত্যন্ত উপকার দেয় । সপ্তাহে কমপক্ষে ৩-৪ দিন যদি দু’ঘণ্টার জন্য এই মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে রাখা যেতে পারে তাতে সুফল মেলে।
৫) খুশকি দূর করতে লেবুর রস ভীষণ উপকারী। সপ্তাহে দু-তিন দিন আধঘন্টার জন্য স্ক্যাল্পে লেবুর রস দিয়ে রাখুন। আর তারপর অর্গানিক কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন।
উপরে উল্লেখিত সমস্ত উপায় গুলি ঘরোয়া। অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত ঘরোয়া উপায় অবলম্বন করলে খুশকি থেকে রেহাই পাওয়া যায়। তবে তারপরেও যদি খুশকি সমস্যা ক্রমশ বেড়ে চলে তাহলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম