।। প্রথম কলকাতা ।।
Soumitrisha Kundu’s Education: সৌমিতৃষা কুণ্ডু নামটা এখন প্রতিটি বাঙালি বাড়িতেই পরিচিত। অভিনয় জগতে কয়েক বছর হয়ে গেলেও সৌমিতৃষাকে বাংলা ব্যাপী জনপ্রিয়তা দিয়েছে ‘মিঠাই’। শুধু বাংলা নয়, এই সিরিয়াল গোটা দেশে তো বটেই, এমনকি বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। বাংলা টেলিভিশনের ইতিহাসে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে মিঠাই। কিছুদিন আগেই শেষ হয়েছে মেগা সিরিয়ালটি। আড়াই বছরের একটানা কাজ শেষে আপাতত বিরতিতে রয়েছেন সৌমিতৃষা। মাস দুয়েক পরেই নতুন প্রোজেক্টে হাত দেবেন তিনি। শুরু হয়ে যাবে বড়পর্দায় তাঁর ডেবিউ ছবি ‘প্রধান’ এর শুটিং। প্রস্তুতি অবশ্য এখন থেকেই শুরু করে দিয়েছেন অভিনেত্রী। মিঠাই শেষ হলেও তার জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে এত অল্প বয়সে সৌমিতৃষার সাফল্য সত্যি ঈর্ষা করার মতো। পরপর বেঙ্গল টপারের খেতাব জুটে ছিল মিঠাইয়ের। কিন্তু পরে ধীরে ধীরে টিআরপিতে সেভাবে নিজের স্থান ধরে রাখতে না পারলেও সিরিয়ালের জনপ্রিয়তা কোন অংশে কম হয়নি। সৌমিতৃষার কাছে আজও মিঠাই চরিত্রটি খুব প্রিয়। কিন্তু জানেন কী মিঠাই তথা সৌমিতৃষার পড়াশোনা ঠিক কতদূর?
খুব অল্প বয়সেই অভিনযয়ে হাতেখড়ি। কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। সৌমিতৃষার অভিনয়ের ভক্ত তো সবাই। কিন্তু ছাত্রী হিসাবে তিনি কেমন তা কেউ জানেন? বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে বারাসত হাই স্কুলে কলা বিভাগে পড়াশোনা করেছেন সৌমিতৃষা। তারপর সেন্ট পলস কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হন তিনি। কিন্তু সে সময়ে অভিনয়েও পা রেখেছিলেন সৌমিতৃষা। দুটোই একসঙ্গে চালাচ্ছিলেন তিনি। কিন্তু বাবা মা পরামর্শ দেন, যেকোনো একটা সম্পূর্ণ মনোযোগ দিতে। তাই কিছুদিনের জন্য কলেজ ছেড়েছিলেন সৌমিতৃষা। তারপর আবার পড়াশোনা শুরু করেন সৌমিতৃষা। একটি ওপেন ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক পড়া শুরু করেন তিনি। সে সময়ে পুরোদমে চলছিল মিঠাই সিরিয়ালের শুটিং। মেগা সিরিয়ালের চাপ সামলেও ইংরেজি অনার্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
২০২১ সালে শুটিংয়ের চাপের জন্য চূড়ান্ত বছরের পরীক্ষা দিতে পারেননি সৌমিতৃষা। তাই গত বছর তিনি পরীক্ষা দেওয়ার কথা জানিয়েছিলেন। প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী। শুটিং সামলেই পড়াশোনা চালাচ্ছিলেন তিনি। মিঠাই শেষের পর এখন নাচের দিকে মন দেবেন বলেও জানিয়েছিলেন সৌমিতৃষা। এখন মিঠাই শেষ। আপাতত কিছু দিনের বিশ্রাম। আর তারপরেই শুরু হতে চলেছে নতুন ছবির কাজ। জানা গিয়েছে অভিজিৎ সেন পরিচালিত প্রধানের শুটিংয়ের কাজ শুরু হবে আগস্টে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম