।। প্রথম কলকাতা ।।
Imran Khan: ইমরান খান নিখোঁজ হয়ে গেলেন নাকি? যারা পিটিআই ছাড়লেন তাদেরকে নিয়ে নয়া গেমপ্ল্যান সেনার। পাকিস্তানের মিডিয়ায় কেন ইমরানকে নিয়ে কোনও খবর নেই। কোন গোপন নোটিশ জারি করে দেওয়া হল? পিটিআই-কে চেপে ধরার সময় এসেছে পাক আর্মি বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হত্যাকান্ডে জামিন পেলেন ইমরান। কিন্তু সেইসঙ্গেই উদ্বেগ বাড়ানো খবর। ইমরান খানকে কি পুরোপুরি বয়কট করে দেওয়া হল আর পাকিস্তানের বাইরে খবর পৌঁছতে দেওয়া হল না?
লেটেস্ট আপডেট খানসাহেবকে নিয়ে তবে এবারের চক্রান্ত সেনা না সরকার কাকে দায়ী করবেন পিটিআই প্রধান। যা করতে চেয়েছিলেন সেটা হল না বরং উল্টোটাই হয়ে গেল? যারা বন্ধু ছিল এতদিন তারা রাতারাতি হল শত্রু? নাকি এখানেও ইমরান খানেরই চাল? ইমরান খানকে নিয়ে কড়া নোটিশ দেওয়া হয়েছে পাকিস্তানের মিডিয়াকে। পাকিস্তানের মূলধারার গণমাধ্যমগুলোয় দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো সংবাদ থাকছে না পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (পিইএমআরএ) বিক্ষোভকারী, বিক্ষোভ থেকে সুবিধাভোগকারী, ষড়যন্ত্রকারী ব্যক্তিদের টেলিভিশনের পর্দা থেকে অদৃশ্য করে দিতে নির্দেশ দিয়ে দিয়েছে। শর্ত দিয়ে দেওয়া হয়েছে একমাত্র এমনটা করলেই টেলিভিশন লাইসেন্স নিশ্চিত করা যাবে বলেছে পিইএমআরএ।
বিশ্লেষক মহল বলছে পাকিস্তানের টেলিভিশনগুলোয় খুবই পরিচিত মুখ ইমরান খান। তাঁর বক্তব্য ও সমাবেশের খবর দর্শকশ্রোতাদের মধ্যে খুবই জনপ্রিয়। একেই তো সোশ্যাল মিডিয়ার দাপট কমাচ্ছে পাকিস্তান। এরপর মিডিয়া থেকেও ইমরানের খবর সরালে একপ্রকার অন্যপথেই একঘরে করে দেওয়া হচ্ছে খানকে। কারণ মানুষ তাঁর বার্তা না পেলে তাতে সাড়া দেবে কেমন করে৷ রয়টার্সের জরিপ বলছে, যখন থেকে নিয়ম লাগু করা হয়েছে। তারপর থেকে পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খানের নাম ও ছবি সম্প্রচারিত হচ্ছে না। এমনকি সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো থেকেও অদৃশ্য হয়ে গেছে ইমরানের সংবাদ। এদিকে এরইমাঝে উঠে এসেছে আরও একটা খবর যারা ইমরানের দল তেহেরিক-ই-ইনসাফ ছেড়ে গেছিলেন সেই পিটিআইত্যাগীদের নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। কিন্তু কেন? এবার কি এই দল ইমরান খানের বিরোধিতা করবে নাকি জোট হয়ে পাশে দাঁড়াবে? ইসলামাবাদের আকাশে বাতাসে খবর নতুন এ দলটি নাকি পাকিস্তান সেনাবাহিনী সমর্থনে গড়ে উঠেছে।
নতুন দলের নাম ইশতিহকাম-ই-পাকিস্তান পার্টি বা আইপিপি। নতুন দলটির উদ্যোক্তা এবং প্রধান ইমরান খানের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জাহাঙ্গীর খান তারিন তাহলে বন্ধু এখন হয়ে গেল শত্রু। নতুন দল গঠনের পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে পিটিআই৷ টুইট বার্তায় বলা হয়েছে যারা নতুন পিটিআই ছেড়ে নতুন দল গঠন করেছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসলে পিটিআইকে ভেঙে টুকরো করার অংশ হিসেবেই সেনাবাহিনীর প্রেসক্রিপশনে নতুন এই দল গঠন করা হয়েছে। তবে ইমরান খান ব্যক্তিগতভাবে জনপ্রিয় হওয়ায় নতুন দল পিটিআইয়ের খুব একটা ক্ষতি কারণ হবে না বলে আপাতত মনে করা হচ্ছে। সব রাস্তা কি এভাবেই বন্ধ হয়ে যাবে ইমরান খানের? উপায় কি? পাকিস্তান সংক্রান্ত প্রত্যেকটা খবরের আপডেট জানতে প্রথম কলকাতা৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম