।। প্রথম কলকাতা ।।
আর্জেন্টিনার পর এবার জার্মানি। জার্মানিকে হারিয়ে বড় অঘটন ঘটাল জাপান। কাতার বিশ্বকাপের ১০তম ম্যাচে ২-১ গোলে ২০১৪ সালের চ্যাম্পিয়ানদের হারাল এশিয়ান জায়ান্টরা। জার্মানির হয়ে গোল করে ইলকাই গুন্ডয়ান। অন্যদিকে জাপানের হয়ে গোল গুলি দুটি করে রিৎসু দোয়ান ও টাকুমা আসানো।
গতকাল আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বফুটবলকে চমকে দিয়েছিল সৌদি আরব। আর এদিন শক্তিশালী জার্মানিকে হারিয়ে তাক লাগিয়ে দিল সূর্যোদয়ের দেশ। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন ইলকাই গুণ্ডগান। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে জাপান। ৭৫ মিনিট ও ৮৩ মিনিটে পরপর দুটি গোল করে জয় নিশ্চিত করে এশিয়ান জায়ান্টরা।
ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে জার্মানি। ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের উদ্দেশ্যে ৯টি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না।তবে গোলের উদ্দেশ্যে ৪টি শট নিয়ে দুটি গোল করে জাপান। শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ গড়ে তুললেও তা কাজে লাগাতে পারেনি জার্মানরা।