।। প্রথম কলকাতা ।।
Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ওড়িশার বালেশ্বরে। করমণ্ডল এক্সপ্রেসের তিনটে কামরা বাদে সমস্ত কামরা লাইনচ্যুত।
প্লাটফর্মে ঢোকার ঠিক আগে এই ভয়াবহ দুর্ঘটনা। উদ্ধারকাজ শুরু হয়েছে। হেল্পলাইন নম্বরটি জেনে নিন।
নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বরটি হল: ০৩৩-২২১৪৩৫২৬/২২৫৩৫১৮৫
হাওড়া হেল্পলাইন নম্বর ০৩৩ ২৬৩৮২২১৭, খড্গপুর হেল্পলাইনে ০৩৩-৮৯৭২০৭৩৯২৫ / ৯৩৩২৩৯২৩৩৯ এই নম্বরে ফোন করতে পারেন।
এছাড়াও বালেশ্বরে ৮২৪৯৫৯১৫৫৯/ ৭৯৭৮৪১৮৩২২ এই নম্বরেও ফোন করতে পারেন সহায়তার জন্য। এছাড়াও ৯৯০৩৩৭০৭৪৬ এই নম্বরে ফোন করতে পারেন সহায়তার জন্য।
এছাড়াও সাঁতরাগাছির হেল্প ডেস্কের নম্বরগুলি হল- ৮১০৯২৮৯৪৬০ / ৮৩৪০৬৪৯৪৬৯
রেল সূত্রে খবর, দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। স্থানীয় সূত্রের খবর, করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মারে একটি মালগাড়িতে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি কামরা বাদে সবকটি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। পুলিশ ও কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রেলওয়ের কর্মচারী ,উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে উদ্ধারের চেষ্টা করছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম