।। প্রথম কলকাতা ।।
Identify Real 500 Notes: ৫০০ টাকার জাল নোট ভারতের বাজারে ছড়িয়ে পড়ছে। আপনার নোট আসল না নকল বেছে নেওয়া সঠিক পদ্ধতি জানাবো। নকল নোট হাতে পেলে কি করবেন তৎক্ষণাৎ? RBI এর উদ্বেগ সম্প্রতি রিপোর্ট দেখলেই বোঝা যায় এযুগে দাঁড়িয়ে বোকা হবেন না। হুবহু আসল ৫০০ টাকার নোটের মতোই আপনি সতর্ক না হলে আপনাকেই ভুগতে হবে। আগের ৫০০ টাকার নোট আর এখনকার নোটের মধ্যে বিস্তর ফারাক।
২০১৯ এ বাজারে আসা নতুন এই নোট নকল হলে ধরতে পারবেন? আরবিআই-বলছে, ৫০০ টাকার নোটের কয়েকটি ফিচার রয়েছে যা জানতেই হবে। নকল নোট হুবহু একইরকম হলেও এতে কিছু বৈশিষ্ট্য থাকবে না। এই নোটে দেবনাগরীতে মূল্য ৫০০ লেখা থাকবে। নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি থাকবে। এটা মনে রাখবেন ক্ষুদ্র অক্ষরে লেখা ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ নোটের বাঁ দিকে থাকবে নোট ছাপানোর সাল।
বিশেষজ্ঞরা বলছেন নকল নোট কোনওভাবে আপনার হাতে চলে এলে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। RBI জানিয়েছে, ৫০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত হওয়ার সংখ্যা ১৪.৪ শতাংশ বেড়েছে। ৫০০ নোটটা আড়াআড়ি যদি দেখেন তাহলে সুরক্ষারেখার রং সবুজ থেকে নীল হয়ে যাবে। মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে ভালো করে লক্ষ্য করবেন গ্যারান্টি ক্লজ, আরবিআই গভর্নরের স্বাক্ষর-সহ প্রতিশ্রুতিনামা এবং RBI প্রতীক থাকবে।
RBI বলছে, ৫০০র সঙ্গে সঙ্গে নজর রাখতে হবে ২০ টাকার নোটেও। কারণ বাজারে ২০ টাকারও জাল নোট এসেছে। ২০২২-২৩ অর্থবর্ষে ২০ টাকার জাল নোট বাজেয়াপ্ত হয়েছে ৮.৪ শতাংশ। ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি এবং ইলেক্ট্রোটাইপ (৫০০) ওয়াটারমার্ক থাকবে। নোটের উপরের বাম এবং নীচে ডানদিকে একটি সংখ্যার প্যানেল রয়েছে। নোটের ডান পাশে অশোক স্তম্ভের প্রতীক রয়েছে। স্বচ্ছ ভারত লোগোও নোটে দৃশ্যমান। ৫০০ নোটের বাম দিকে নোট ছাপানোর বছর অবশ্যই থাকবে। নোটটি পাল্টে দিলে ভাষা প্যানেল এবং লাল কেল্লার আকৃতি খেয়াল করুন। নোটের পিছনে ডানদিকে ওপরে দেবনাগরীতে লেখা ৫০০।
বিশেষজ্ঞরা বলছেন, যদি ধরে ধরে এই বিষয়গুলি মাথায় রাখেন তাহলে যে কেউ আসল এবং জাল ৫০০ টাকার নোটের মধ্যে পার্থক্য করা কোনও হাতিঘোড়া ব্যাপারই নয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম