।। প্রথম কলকাতা ।।
Arijit Singh: এও সম্ভব? হাতে একটি থলি, মুখে লাজুক হাসি। পরনে সস্তার জামা, ঢোলা পাজামা। হেঁটে যাচ্ছেন অরিজিৎ সিং। ধারে কাছে নেই কোনও নিরাপত্তা রক্ষী। চলেছেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করতে করতে। বিশ্বজোড়া নাম তাঁর। অথচ নিজের এলাকায় তিনি একই রকম। বদলাননি এত্তটুকুও। পায়ে স্যান্ডেল। একটা ব্যাগ ডিকিতে রেখে স্টার্ট দিলেন স্কুটিতে। হয়তো আলু পেঁয়াজ কিনতে চললেন বাজারে। একজন অসাধারণ মানুষের কাছ থেকে বোধহয় এই সরলতা এবং সাধারণত্বই সম্ভব। ছবি দেখে অবাক নেটিজেনরা।
আজও জীয়াগঞ্জের বাসিন্দা অরিজিৎ। শহর কলকাতাতেও তাঁকে খুব একটা দেখা যায় না। মুম্বাই উড়ে যান, আবার কাজ শেষে ফিরে আসেন। আকাশছোঁয়া সাফল্যেও তাঁর পা মাটিতেই। নিজের এলাকায় এতোটাই সাধারণভাবেই চলাফেরা করেন তিনি। গোটা বিশ্ব যাঁর নামে মাতোয়ারা সেই গায়ক পাড়ার সবার খোঁজ নিতে নিতে যাচ্ছেন এও সম্ভব?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যাতে অরিজিৎ এর পরনে জলপাই রঙের একটি প্যান্ট, সাদা একটি জামা, মাথায় কাপড়ের টুপি। হাতে একটি থলে। সামনে ধারে কাছে যারা ছিলেন, সকলকে জিজ্ঞেস করলেন তিনি… “ভাল আছো? সব ঠিকঠাক?” আর সেই মানুষগুলোও যেন অরিজিৎ এর বেশ আপন। সোনা বাবা করে ডেকে বললেন, “তুমি কেমন আছ? ছেলে পিলেরা?” স্কুটির চাবি খুলতে খুলতে তিনি বললেন, এই তো সব চলছে। অরিজিৎ কে দেখে যেন অবাক সোশ্যাল মিডিয়া। তিনি যে অতি সাধারণ, একথা সকলেই জানেন। পুরস্কারের মঞ্চেও তিনি হাওয়াই চটি পড়ে হাজির হয়ে যান। বেশি তামঝাম তাঁর পছন্দ নয়। তা বলে, এতোটাই সাধারণ তিনি।
বলিউড থেকে টলিউড, অরিজিৎ সিং-এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর দরদী কন্ঠে বিভোর গোটা দেশ। কেবল দেশ নয়, বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্তসংখ্যা। অরিজিৎ-এর সুরেলা কন্ঠের মাধুর্যে মুগ্ধ লক্ষ লক্ষ ভক্ত। একের পর এক প্লেব্যাক হিট। সিনেমায় প্লেব্যাক থেকে লাইভ কনসার্ট দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। সেই মানুষটি পারতেন মুম্বইয়ে প্রাসাদোপম বাড়ি কিনে স্হায়ীভাবে বসবাস করতে। পারতেন আর পাঁচজন নামি তারকার মতো স্টারডাম উপভোগ করতে। কিন্তু তিনি আজও জীয়াগঞ্জের ছেলে। সেভাবেই থাকতে চান তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম