।। প্রথম কলকাতা ।।
India Pakistan: ইমরান খানের কাছে বিপর্যস্ত হয়ে এবার পাক সেনার নয়া চাল। পাকিস্তানের এই অশান্তিতে ভারতের কী লাভ হল? মার্শাল ল নিয়ে এই প্রথমবার মুখ খুলল পাক আর্মি। কীভাবে এই সময়েই ভারত কার্ড খেলছে পাকিস্তান জানেন? অশান্ত ইসলামাবাদ থেকে চোখ ঘোরাতে এ কোন নয়া খেল? কাশ্মীরে ২২- ২৪ মে হবে জি২০র টুরিজ্যম মিটিং। ভারতের ইন্টালিজেন্স যে অ্যালার্ট দিয়ে রেখেছে সেটা জানা বাকি দুনিয়ার। ইমরান খানকে হেনস্থা করার পর পাকিস্তান আর্মি মুখোশ খুলে গিয়েছে। জিও পলিটিক্যাল বিশেষজ্ঞরা বলছেন এবার বিশ্বের নজর ঘোরাতে এক নতুন খেলাই খেলতে হবে আসিফ মুনিরের বাহিনীকে। কিন্তু অনেকেই বলছেন পাকিস্তান গত ৩ দিন যেভাবে অশান্ত হল তাতে নিশ্চয় ভারত খুব খুশি? পাকিস্তানের মার্শাল ল- জারি হওয়ার গুঞ্জন কিন্তু এখনও শেষ হয়নি এর মধ্যে পাক সেনা দিল বড় ইঙ্গিত৷ কিন্তু আগে ভারতের এই গুরুত্বপূর্ণ খবরটা জেনে নিন৷
মনে করে দেখুন দু দিন আগের রিপোর্ট ভারতের গোয়েন্দারা খবর দিয়েছিল LOC-র কাছে লঞ্চপ্যাডে ১০-১২ জন জঙ্গিকে রেডি রাখা হয়েছে। মিলে গেল সেই ইঙ্গিত। শুক্রবার গভীর রাতে বারামুল্লা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল পাক জঙ্গিরা। বিশেষজ্ঞরা বলছেন উরি থেকে ৩-৪ কিমি দূরে বেশ কিছু টেরর লঞ্চপ্যাড রয়েছে। এখান থেকে পাকিস্তানের মুজাফফরাবাদও কাছে। তবে সেই মতলব ভেস্তে দেয় সেনা। কিন্তু এই অনুপ্রবেশের চেষ্টা ছিল রীতিমত কোয়াড কপ্টারে। ইন্ডিয়ান আর্মির দাবি, এটা শুধুমাত্র জঙ্গিদের কাজ নয় পাক সেনা এর সঙ্গে রীতিমত যুক্ত৷
এখানে শেষ নয়, ওই দুর্গম এলাকায় এরপরও তল্লাশি জারি রাখে সেনা। এদিকে গুলির লড়াইয়ের পরে আচমকাই আকাশে উড়ে আসে একটি পাক ড্রোন। সেই ড্রোনের উদ্দেশে গুলি চালায় ভারতীয় সেনা। গুলিবর্ষণের ধাক্কায় ফিরে যায় ড্রোনটি। পাকিস্তানে নাকি জারি হতে পারে মার্শাল ল? এবার এবিষয়ে মুখ খুলল পাক আর্মিই। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন ডিরেক্টর মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান পাকিস্তানে কোনও প্রকার মার্শাল জারি হওয়ার প্রশ্নই নেই। একইসঙ্গে তিনি যোগ করেন পাক সেনা চিফ জেনারেল আসিফ মুনির ও তার নেতৃত্বাধীন পাকিস্তান সেনাবাহিনীর গণতন্ত্রে পুরোপুরি ভরসা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন এমনটা হলেও তো খুব ভালো কথা। কিন্তু পাকিস্তানের আভ্যন্তরীণ অশান্তি নিয়ে ভারত কোনওদিনও নাক গলাতেও যায়নি আর যাবেও না।
কূটনৈতিক মহলের দাবি ভারত কোনওদিনই চাইবে না পাকিস্তানে অশান্তি মাত্রাতিরিক্ত ছাড়িয়ে যাক। পাকিস্তানের ল অ্যান্ড অর্ডার অবস্থা তৈরি হোক। মানুষ অশান্তি গন্ডগোলের মধ্যে পড়ে খাবার জল না পেলে সেক্ষেত্রে সীমান্তের এদিকেও অশান্তির আঁচ আসার বড় ঝুঁকি থাকে। তবে এতসবের পরও কাশ্মীর ইস্যুতেই এখনও অনেক খবর হবে আগামীদিনে৷ পাকিস্তানের ক্যাওস থেকে নজর ঘোরাতে এবার সম্ভবত খেলা হবে ভারত কার্ড গোয়াতে এসে কাশ্মীর ইস্যু নিয়ে পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো বলেছিলেন সময় আসলে ঠিক জবাব দেব। সেই জবাবটা দেওয়ার আগেই ভারত মুখই না বন্ধ করে দেয় পাকিস্তানের এমনও দাবি হাওয়ায় ঘুরছে৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম