।। প্রথম কলকাতা ।।
অশান্ত পাকিস্তান থেকে ভারতকে চরম হুমকি বিলাবল ভুট্টোর। POK নিয়ে ভারতের যা স্ট্যান্ড তাতে ভয় পাচ্ছে পাকিস্তান? বিলাবলের একটা কাজই বুঝিয়ে দিল পাকিস্তান ঠিক কতটা টেনশনে। ভারতের কাছাকাছি জঙ্গি লঞ্চপ্যাডগুলো বাড়ছে মুভমেন্ট। কি হতে পারে? ইমরান খানকে নিয়ে একটা বড় গোল্লা খেয়েছে শাহবাজ সরকার৷ খেলা শেষ হয়নি। খেলা তো সবে শুরু বলতে পারেন। কিন্তু এই পরিস্থিতিতেও ভারতকে উস্কানোর চেষ্টা। পাকিস্তান যতই অশান্ত হোক না কেন কাশ্মীরের দাবি নিয়ে কোনওভাবেই পিছু হটবে না ইসলামাবাদ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো।
শুধু তাই নয় ভারতের সফর থেকে ফিরে গিয়েই তড়িঘড়ি চাঞ্চল্যকর একটা কাজ করে ফেলেছেন পাক বিদেশমন্ত্রী৷ এরইমাঝে ভারতীয় ইন্টালিজেন্সের কাছে আসা
একটা খবর যে এই মূহুর্তে ইন্ডিয়ান আর্মিতে অ্যালার্টে রেখেছে তা স্পষ্ট। জি নিউজের রিপোর্ট বলছে, এলওসির কাছে লঞ্চপ্যাডগুলো ভারী পরিমাণে জঙ্গি মোতায়েন করেছে পাক সেনা। ঠিক কেন? তার কারণ বোঝা যাচ্ছে না৷ তবে এটা ভারতের জন্য মোটেও ভালো খবর নয় বরং চিন্তার বিষয়। এমনিতেই যখন পাকিস্তানে তুমুল বিক্ষোভ দেখাচ্ছিলেন ইমরানের সমর্থকেরা রীতিমত ক্ষোভের আগুনে জ্বলছিল পাকিস্তান তখনই সীমান্তে সতর্ক ছিল ভারতীয় সেনা। যাতে অশান্তির আঁচ এদিকে না আসে। তার ওপর লঞ্চপ্যাডে নয়া মুভমেন্ট আরও বেশি সতর্ক এবার সীমান্তে ভারতীয় সেনা।
ভারতের এসসিও সামিট থেকে ফিরেই পাক অধিকৃত কাশ্মীরের হুরিয়ত নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন বিলাবল ভুট্টো। বৈঠকে এমন কি আলোচনা হল দুপক্ষের মধ্যে? চোখ বন্ধ করে এক্ষেত্রে বলা যায় বিষয় ছিল পিওকে। তাহলে ভারতে এসে এমন কি আঁচ করেছিলেন ভুট্টো? পিওকে নিয়ে এবার নিজেদের মজবুত যে স্ট্যান্ড দেখিয়েছে ভারত। এমনকি বিদেশমন্ত্রী জয়শঙ্করের সরাসরি কঠোর বার্তা ছিল পাক অধিকৃত কাশ্মীর খালি করার। সেই বার্তাই কি কোথাও ভয় ধরিয়ে দিচ্ছে পাকিস্তানের মনে, বিশেষ করে কাশ্মীর নিয়ে অবসেসড বিলাবল ভুট্টোর মনে৷
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরও ততৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে আগে পাক অধিকৃত কাশ্মীর বাঁচানোর উপদেশ দিয়েছিলেন বেনজির-পুত্র বিলাবল। আর এবার কিনা পিওকে বিচ্ছিন্নতাবাদী হুরিয়তদের সঙ্গে বৈঠক। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান শুধু জোর দেখিয়ে নয় এবার কূটনৈতিক দিক থেকেও খেলা ঘোরানোর চেষ্টা করবে৷ তবে এখানেও সেই একটা প্রশ্নই উঠছে পিওকে বাঁচাতে পারবে তো পাকিস্তান?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম