।। প্রথম কলকাতা ।।
Imran Khan Arrested: ইমরান খানের গ্রেফতারিতে পাকিস্তান এ কী হাল? রাতভর জ্বলল এখন চরম উত্তেজনা গোটা দেশে। পাকিস্তানে সেনার মেন হেডকোয়াটারে ঢুকে তছনছ করে দিল বিক্ষোভকারীরা। বিদেশের মাটিতেও রীতিমত উত্তেজনার আঁচ। আমেরিকা – কানাডার তীক্ষ্ম নজর গোটা পরিস্থিতির ওপর। জারি করা হল অ্যাডভাইজারি। পাকিস্তানে কি জরুরী অবস্থা ঘোষণা হতে পারে? ইমরান খানকে কোর্টে তোলা হবে না। বর্তমানে যেখানে তাঁকে কাস্টডিতে রাখা হয়েছে সেখানেই হবে আদালতের শুনানি। “কাহা থা ইমরান খান কো না ছেড়না” বলাহয়েছিল ইমরান খানকে হেনস্থা করবেন না। রীতিমত হুমকি-হুঁশিয়ারি তেহেরিক-ই-ইনসানের কর্মীরা।
এদিকে সেনা-পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৬ জন পিটিআই সমর্থকের মৃত্যুর কথা জানা গিয়েছে। এর আগেও পাকিস্তান কম অশান্তি দেখেনি। কিন্তু এই প্রথমবার এর আঁচ সরাসরি পড়ল পাক সেনার ওপর। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অবস্থার ওপর কড়া নজর রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ রীতিমত সাংবাদিক বৈঠক করে অ্যাডভাইজরি জারি করা হয়েছে। শুধু পাকিস্তান নয় বিদেশের মাটিতেও ইমরান খান গ্রেফতারির আঁচ। যুক্তরাষ্ট্র-ব্রিটেন-কানাডার পথে হাজার হাজার মানুষ প্রতিবাদে নেমেছে। এদিকে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, তারা পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছে। আন্তর্জাতিক সীমান্তরেখায় পাহারা মজবুত রাখা হয়েছে। পাকিস্তানের অশান্তির কোনও আঁচ যাতে সীমান্তের এপারে ভারতে না পড়ে তা নিশ্চিত রাখতেই এই পদক্ষেপ।
মঙ্গলবার ইমরান খান লাহোর থেকে ইসলামাবাদ হাই কোর্টে পৌঁছনোর পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময়ই আচমকা সেখানে প্রবেশ করে পাক রেঞ্জার্স। দ্রুত তাঁকে ঘিরে ফেলে গ্রেফতার করে তারা। সেখানে উপস্থিত ইমরানের আইনজীবী ও নিরাপত্তা রক্ষীদের প্রবল মারধর করা হয়। তেমনটাই দাবি পিটিআইয়ের সিনিয়র নেত্রী শিরিন মাজারির।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম