।। প্রথম কলকাতা ।।
Imran Khan Arrested: রান আউট। সোজা আদালত থেকেই গ্রেফতার হয়ে গেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একদল রেঞ্জার্স টানতে টানতে ধরে নিয়ে যাচ্ছেন ইমরান খানকে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতারির ভিডিয়ো দেখলে গা শিউরে উঠবে। জানেন, এই গ্রেফতারির নেপথ্যে কে বা কারা রয়েছে? গ্রেফতারির পর কালো গাড়িতে করে কোথায় চলে গেলেন ইমরান খান? কি বললেন আদালতের বিচারপতি? পাকিস্তানের আধাসেনার হেফাজতেই কি আছেন তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান? একের পর এক মামলায় ফেঁসেছেন ইমরান। কিন্তু এবার কোন মামলায় গ্রেফতার হলেন পিটিআই প্রধান? জানেন তার বিরুদ্ধে এখন মোট কটা মামলা চলছে? আদালতের বাইরে ধুন্ধুমার কান্ড, জারি ১৪৪ ধারা। এতো চেষ্টা করেও রেহাই মেললো না। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পিটিআই প্রধান পাকিস্তানি রেঞ্জাররা জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে।
কি ঘটেছে?
‘আলকাদির ট্রাস্ট মামলা’ নামে পরিচিত ওই জমি দুর্নীতি মামলায় এদিন ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন ইমরান খান। সরাসরি আদালত থেকেই তাঁকে হেফাজতে নেয় পাক রেঞ্জাররা। গ্রেফতারির সময় ইমরান সমর্থকরা বাধা দিলে হাইকোর্ট চত্বরে তাঁদের সঙ্গে রেঞ্জার্স বাহিনীর সংঘর্ষ বাঁধে।গ্রেফতারির পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা মারধর করেন বলে অভিযোগ। একটা কালো গাড়িতে করে আদালত চত্বর থেকে তাঁকে বের করে নিয়ে যায় তদন্তকারী সংস্থা।
কিন্তু, কোনো অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে, দাবি স্থানীয় সংবাদমাধ্যমের। ইমরান খানকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গেই ইসলামাবাদ হাইকোর্টের বাইরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনকি আইনজীবী ও পাক রেঞ্জার্সদের মধ্যেও ব্যাপক হাতাহাতি শুরু হয়। ইমরান খানের আইনজীবীকে মারধর করার অভিযোগ রয়েছে, আহত হয়েছেন তিনি।
কি অভিযোগ ইমরান এর বিরুদ্ধে?
আল কাদির ট্রাস্টের জমি হস্তগত করার অভিযোগে সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। ওই মামলায় আগেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নিম্ন আদালত। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান এবং তাঁর স্ত্রী মানেকার মালিকানাধীন ওই ট্রাস্ট বেআইনি ভাবে একটি বাণিজ্যিক সংস্থার থেকে প্রায় ৫৩ কোটি টাকা মূল্যের জমি নিয়েছিল।
ইমরান খানের গ্রেফতারির পরই, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক যা বলেছেন বা নির্দেশ দিয়েছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই গ্রেফতারির পিছনে কে বা কারা রয়েছে, তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি বলেছেন, ‘যদি তদন্ত করতে হয় তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জানান, তাঁকে কোন মামলায় গ্রেফতার করা হল?’ না এখানেই শেষ নয়, অবিলম্বে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল এবং স্বরাষ্ট্র সচিবকে তলব করেন বিচারপতি। একইসঙ্গে পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তিনি ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। অন্যদিকে পিটিআই-এর তরফে একটা ভিডিয়ো টুইট করে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে রেঞ্জার্সরা রীতিমতো “অপহরণ” করেছে বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদে পাকিস্তানের দেশবাসীকে দেশরক্ষায় বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে পিটিআই।
অতএব আন্দাজ করা যাচ্ছে, ইমরান অনুগামীরা রাস্তায় নামলে পরিস্থিতি ঠিক কি হতে পারে। যদিও, ইতিমধ্যেই রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে পুলিস। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী একটি টুইট করে বলেছেন, পাক রেঞ্জার্সরা এইচআইসি দখল করেছে, আইনজীবীদের নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করতেই হচ্ছে, গত বছর এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন ইমরান খান। ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকেই একের পর এক মামলায় ফেঁসেছেন ইমরান খান। সব মিলিয়ে এখন তাঁর বিরুদ্ধে ১৩টা মামলা চলছে। চারটি খানি কথা নয়। এর আগেও অন্যান্য বেশ কয়েকটা মামলায় তাঁকে গ্রেফতার করতে চেয়েছিল পাক পুলিশ। এমনকী তাঁর বাড়িরও দখল নেওয়া হয়েছিল। তবে, আগের প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রেফতারি এড়াতে পেরেছিলেন ইমরান খান। কিন্তু, সব চেষ্টাই বৃথা গেল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম