।। প্রথম কলকাতা ।।
Powerful Army: রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War) গোটা বিশ্বজুড়ে দেশগুলির আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে গোটা বিশ্বজুড়ে বিশ্বযুদ্ধ না বাঁধলেও, দেখা দিয়েছে যুদ্ধের চাপা উত্তেজনা। শুরু হয়ে গিয়েছে দল ভাগাভাগি। এই সময় দাঁড়িয়ে বারংবার প্রকাশ্য আলোচনায় এসেছে কোন দেশ কত শক্তিশালী। যে দেশের কাছে মারাত্মক ভয়ানক পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে শক্তিশালী সৈন্যদল রয়েছে সেই দেশকে সবথেকে বেশি শক্তিশালী বলে মনে করা হয়। এক্ষেত্রে শুধুমাত্র সৈন্যদের সংখ্যা নয়। সমীক্ষা বলছে, এক্ষেত্রে একদম প্রথম সারিতে রয়েছে আমেরিকার সেনা। বিশেষজ্ঞদের হিসেবে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনা বলা হয় আমেরিকা সৈনিকদের। এছাড়াও এই তালিকায় প্রথম দিকে রয়েছে ভারত। এখন প্রশ্ন হল, ভারতের চিরশত্রু পাকিস্তান কত নম্বর স্থানে? সামরিক দিক থেকে কোনো দেশ কত শক্তিশালী সেই বিষয়গুলি বিবেচনা করার আগে সেনার সংখ্যা, সামরিক যুদ্ধাস্ত্র ও ক্ষমতার বিচার বিশ্লেষণ করা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীন-তাইওয়ান উত্তেজনার কারণে বিশ্বের প্রতিটি দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। এমন পরিস্থিতিতে জেনে নিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আর পাকিস্তানের সংখ্যা কত।
(১) মার্কিন সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। মার্কিন সামরিক বাহিনী গ্লোবাল ফায়ার ইনডেক্সে ১৪৫টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে। প্রায় ২৪৭ বছর আগে আমেরিকান সেনা বল স্থাপিত হয়েছিল। এটি কে বলা হয় পৃথিবীর সবথেকে পুরনো শাখা।
(২) বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সেনাবাহিনী রয়েছে রাশিয়ার। রাশিয়ান সেনাবাহিনীতে মোট ১৩৩০৯০০ সৈন্য রয়েছে।
(৩) বিশ্বের তৃতীয় শক্তিশালী সেনাবাহিনী রয়েছে চীনের। চীনের মোট ৩১৩৫০০ সামরিক কর্মী রয়েছে।
(৪) বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী রয়েছে ভারতের। ভারতের জল, স্থল, আকাশ এবং সংরক্ষিত সৈন্য সহ মোট ৫১৩২০০০ সৈন্য রয়েছে।
(৫) ব্রিটেনের সেনাবাহিনী বিশ্বের পাঁচ নম্বরে। ব্রিটিশ সশস্ত্র বাহিনী মোট ২৩১০০০ সৈন্য নিয়ে গঠিত।
(৬) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিশ্বের ষষ্ঠ শক্তিশালী সেনাবাহিনী। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী মোট ১১৩০০০০ সৈন্য নিয়ে গঠিত।
(৭) পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের সপ্তম শক্তিশালী সেনাবাহিনী। পাকিস্তানের কাছে মোট সৈন্য সংখ্যা ১৭০৪০০০।
(৮) বিশ্বের অষ্টম শক্তিশালী সেনাবাহিনী রয়েছে জাপানের। জাপানের মোট ৩০৯০০০ সৈন্য রয়েছে।
(৯) ফ্রান্সের বিশ্বের নবম শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। ফরাসি সেনাবাহিনীতে মোট ৪১৫০০০ সৈন্য রয়েছে।
(১০) ইতালির সেনাবাহিনী বিশ্বের দশম স্থানে রয়েছে। ইতালিতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং রিজার্ভ বাহিনীতে মোট ২৯৭০০০ সৈন্য রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম