।। প্রথম কলকাতা ।।
China-Taiwan: চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে প্রায় ৪০০ মার্কিন স্থল-চালিত হারপুন ক্ষেপণাস্ত্র (Harpoon missiles) কিনবে তাইওয়ান (Taiwan)। সোমবার ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে এমনটাই জানা গেছে। গত ৭ এপ্রিল ক্রেতার নাম না জানিয়ে ৪০০টি জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্রের জন্য ১.১৭ বিলিয়ন ডলার চুক্তির ঘোষণা করে পেন্টাগন (Pentagon)। জানায় যে উৎপাদন ২০২৯ সালের মার্চের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ব্লুমবার্গ জানিয়েছে যে ক্রেতা হল তাইওয়ান।
পেন্টাগন এই চুক্তির বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেনি। ২০২০ সালে, তাইওয়ান জানায় যে তারা তার সামরিক আধুনিকীকরণ প্রচেষ্টার অংশ হিসাবে স্থল-ভিত্তিক বোয়িং-তৈরি হারপুন অ্যান্টি-শিপ মিসাইল কেনার পরিকল্পনা করেছে। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সান লি-ফ্যাং একটি প্রেস কনফারেন্সে বলেন যে মন্ত্রণালয় আগে ক্রয়ের বিষয়ে তথ্য প্রকাশ করেছিল। তিনি আরও বলেন যে এই “আত্মবিশ্বাসী” চুক্তিটি সময়সূচী অনুসারে চলবে। প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ান আগে হার্পুনের শিপ-লঞ্চ করা সংস্করণ কিনেছে, যা বোয়িং কোং দ্বারা তৈরি করা হয়েছে।
ইউএস-তাইওয়ান বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট রুপার্ট হ্যামন্ড-চেম্বার্সের মতে, ইউএস নেভাল এয়ার সিস্টেমস কমান্ড দ্বারা তাইওয়ানের পক্ষে জারি করা বোয়িং-এর সঙ্গে একটি চুক্তির ফলে প্রথমবারের মতো এই মিসাইলের ভ্রাম্যমাণ স্থল-চালিত সংস্করণটি পাবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে একজন শিল্প কর্মকর্তা সহ এই চুক্তির সঙ্গে পরিচিত আরও তিনজন ব্যক্তি নিশ্চিত করেছেন যে চুক্তিটি তাইওয়ানের জন্য।
প্রসঙ্গত, ১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেজিং। অন্যদিকে চীনের প্রদেশ নয়, বরং নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে থাকে তাইওয়ান। তবে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বেজিংয়ের চেষ্টার কমতি নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম