।। প্রথম কলকাতা ।।
Weather Update: অবশেষে স্বস্তির খবর মিলল। বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তীব্র গরম কিছুতেই যেন সহ্য করা যাচ্ছিল না। যদিও আরও কয়েকদিন এই তাপপ্রবাহ সহ্য করতে হবে। তারপর দক্ষিণের চার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। মঙ্গলবার সকালের বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানায়, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতে তাপপ্রবাহ জারি থাকবে, গরমের মাত্রা কম শুক্রবার (Friday) থেকে।
তীব্র গরম থেকে বাঁচতে বঙ্গবাসী এখন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে বেরোনোর দায়। বইছে লু। বিশেষ করে যারা নিত্য অফিস যাত্রী কিংবা দিন আনে দিন খান তারা মহা মুশকিলে পড়েছেন। চড়া রোদে কাজ করা বেশ কষ্টকর। অনেকেই এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন। খুশির খবর, সপ্তাহ শেষে দক্ষিণ বঙ্গের চার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যার জেরে এই তীব্র গরম থেকে ক্ষণিকের জন্য হলেও স্বস্তি মিলবে। এখনো পর্যন্ত হাওয়া অফিস সপ্তাহের শেষ পর্যন্ত বঙ্গের সর্বত্র তাপপ্রবাহ জারি থাকবে কিনা সেই বিষয়ে কোন পূর্বাভাস দেয়নি।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ জারি থাকবে। শুক্রবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার সামান্য বৃষ্টিপাতে ভিজতে পারে দুই মেদিনীপুর। দুই মেদিনীপুরে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
বিক্ষিপ্ত বৃষ্টিতে একটু আরাম হলেও তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। নিম্ন অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে বঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করলেও তা যথাযথ পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য যথেষ্ট নয়। এছাড়াও চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা। সেই তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। স্বস্তি মিলবে না কলকাতায়। আপাতত তিলোত্তমায়ের বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ জেলার তাপমাত্রা ৪০° পেরিয়ে গিয়েছে। বিশেষজ্ঞ মহল বারংবার এই গরমে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। আপাতত এই মুহূর্তে বঙ্গের হাতে গোনা এই কয়েকটি জেলা ছাড়া বঙ্গের প্রায় সব জেলাকে তীব্র তাপপ্রবাহ সহ্য করতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম