।। প্রথম কলকাতা ।।
Piyali Basak Mountaineer: ঝুলিতে নতুন রেকর্ড সঞ্চয় করলেন বাংলার পিয়ালী বসাক (Piyali Basak)। এভারেস্ট, ধৌলাগিরির পর পৌঁছালেন অন্নপূর্ণায় (Annapurna)। প্রায় ৮ হাজার মিটার উচ্চতায় এই শৃঙ্গ জয় করে তিনি রেকর্ড (Record) গড়লেন। এর আগেও বঙ্গকন্যা পিয়ালী বসাককে নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছিল। আসলে এই মেয়ে বাঙালি তথা সারা ভারতবর্ষের গর্ব। গত বছর অক্সিজেন সাপোর্ট ছাড়াই ছুঁয়েছিলেন এভারেস্টের শিখর। মাথায় ছিল ঋণের বোঝা। ছোট থেকেই মনে পাহাড়ের নেশা রীতিমত পেয়ে বসেছিল। বাবার হাত ধরে একসময় ছোট্ট পিয়ালী বায়না করতেন। পাহাড়ে চড়ার জন্য বুট আর দড়ি কিনে দেওয়ার আবদার করতেন। চন্দননগরের মেয়ে পিয়ালী অক্সিজেন ছাড়াই জয় করেছিলেন এভারেস্টের শিখর, এবার রেকর্ড করলেন অন্নপূর্ণার শিখরে পৌঁছে।
বঙ্গকন্যা পিয়ালী বসাকের জীবন ছোট থেকে কেটেছে অনেক সংগ্রামের মধ্য দিয়ে। শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে, জীবনের পদে পদে ঠোক্কর খেতে হয়েছে। ছোটবেলায় যখন বইতে কিংবা স্কুলে পাহাড়ের গল্প শুনতেন তখন মনে মনে স্বপ্ন দেখতেন পাহাড়ে চড়ার। পরবর্তীকালে তিনি পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিয়েছেন, কিন্তু নিজের স্বপ্নকে ভোলেননি। পাহাড়ে চড়ার স্বপ্ন পূরণ করতে তাঁকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিতে হয়েছে। আসলে ছোট থেকেই পাহাড়ের প্রতি পিয়ালীর এক অদ্ভুত টান ছিল। যখনই কোথাও পাহাড় সম্পর্কিত প্রদর্শনই হত সেখানে ছুটে চলে যেতেন। মাত্র আড়াই থেকে তিন বছর বয়সেই তিনি পাহাড়ে ওঠার জন্য বায়না করতেন। বাবা অনেক বোঝালেও কিছুতেই তিনি শুনতে চাননি। মাত্র ছয় বছর বয়সেই ট্রেকিং শুরু করেন। এক কথায় বলতে গেলে পিয়ালী বসাক ভারতের গর্ব। ২০০০ সালে যখন তিনি অমরনাথ অভিযানে গিয়েছিলেন তখন একদম কাছ থেকে দেখেছিলেন জঙ্গি হামলা। কেদারনাথের প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রায় ১০০ জন তীর্থযাত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।
সম্প্রতি পিয়ালী বসাকের টার্গেট ছিল অক্সিজেন ছাড়াই অন্নপূর্ণা জয় করবেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। চন্দননগরের পাহাড় কন্যা সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে পৃথিবীর দশম উচ্চতম ও দুর্গম শৃঙ্গে আরোহন করেছেন। অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে গত ৯ই মার্চ তিনি বেরিয়ে ছিলেন। এর আগে ২০১৮ সালে তিনি পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করে রেকর্ড করেছিলেন। তারপর ২০২১ এ সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। ২০২২ এ অক্সিজেন ছাড়াই জয় করেছেন এভারেস্ট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম