।। প্রথম কলকাতা ।।
Air Purifying Plants: এই গরমে ঘরের ভেতর হাঁসফাঁস অবস্থা। বিশ্ব উষ্ণায়নের (Global Warming) যুগে উত্তরোত্তর পৃথিবীর গড় তাপমাত্রা (Temparature) বেড়েই চলেছে। প্রতি বছর ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। গ্রীষ্মকালে (Summer) বাড়ির মধ্যে থাকলেও তীব্র গরম সহ্য করতে হচ্ছে। ঘরের মধ্যে থেকেই আপনি এসি (AC) ছাড়াই ঠান্ডা অনুভব করতে পারেন। মুক্তি পাবেন ভ্যাপসা গরমের হাত থেকে। বাড়ির মধ্যে কয়েকটি গাছ (Tree) রাখলে ঘর বেশ ঠান্ডা থাকবে এবং মনও ভালো থাকবে। যখন প্রচণ্ড গরম পড়ে তখন ঘরের মধ্যেও দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়। তাই ঘরের বাতাস পরিশুদ্ধ রাখতে লাগাতে পারেন এই বিশেষ ৫ গাছ।
(১) মোটামুটি সব বাঙালি বাড়িতেই কমবেশি তুলসি গাছ থাকে। এটি ভেষজ উদ্ভিদ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাড়ির মধ্যে তুলসী গাছ রেখে দেওয়া হয়। এর অনেক গুণ। এই গাছটি যদি আপনার শোয়ার ঘরে জানালার কাছে রাখেন, তাহলে বাতাস পরিষ্কার রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠাকুর ঘরের জানালার কাছেও রাখতে পারেন। এর ফলে ঘরের মধ্যে থাকা বাতাসের দূষণের পরিমাণ কমবে।
(২) ঘরের মধ্যে জানালার কাছে সাজিয়ে রাখতে পারেন কয়েকটি স্নেক প্ল্যান্ট। এই গাছের বিভিন্ন নাম রয়েছে। মূলত দুই মিটার পর্যন্ত লম্বা হয়। খুব একটা যত্নের প্রয়োজন নেই। সামান্য আলো আর সামান্য জলে এই গাছ দিব্বি বেড়ে ওঠে, তবে সরাসরি আলো পেলে ভালো। গাছটি এমন জায়গায় রাখবেন যেখানে সরাসরি আলো পড়ে। স্নেক প্ল্যান্ট বাতাস থেকে বেঞ্জিন, ট্রাইক্লোরোফিলিনের মতো বিষকে দূর করে ঘর ঠান্ডা রাখে।
(৩) ঘরের পরিবেশ পরিষ্কার এবং ঠান্ডা রাখতে একটি মোক্ষম গাছ পিস লিলি। পাহাড়ি এলাকায় এই গাছ ভালোভাবে বেড়ে উঠলেও বাড়িতে টবের মধ্যে রাখতে পারেন। এর জন্য খুব আলো বা প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় না। উপরন্তু পাওনা হিসেবে পাবেন সুন্দর ফুল। গাছটি ঘরে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাতাস থেকে বেঞ্জিন, টাইক্লোরোথিলিন, কার্বন মনো অক্সাইডের মত টক্সিনকে দূর করে।
(৪) ভ্যাপসা গরম থেকে বাঁচতে ঘরের মধ্যে রাখতে পারেন বাম্বু পাম। মোটামুটি ৪ থেকে ১২ ফুট পর্যন্ত বাড়তে পারে। ঘরে যদি পোষ্য থাকে তাহলেও কোন সমস্যা নেই। গাছটির জন্য বেশি যত্নেরও প্রয়োজন হয় না। অনায়াসে ঘরের দরজায় বা বসার ঘরের কোনায় গাছটি রেখে দিতে পারেন। এটি বাতাস থেকে বিষাক্ত পদার্থ দূর করে ঘরের বাতাস পরিষ্কার রাখে।
(৫) যদি ঘরের কোণে একদম ছোট্ট একটি গাছ রেখে দিতে চান সেক্ষেত্রে রাখতে পারেন জেড প্ল্যান্ট। এটি দেখতেও অসাধারণ। ঘরের বাতাসের মধ্যে থাকা বিষাক্ত পদার্থ শোষণ করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ সৌভাগ্য বৃদ্ধির প্রতীক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম