।। প্রথম কলকাতা ।।
Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) আবগারি দুর্নীতি মামলায় তলব করল সিবিআই। আগামী রবিবার অর্থাৎ ১৬ এপ্রিল জিজ্ঞাসাবাদের আম আদমি পার্টির আহ্বায়ককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই। সূত্রের খবর, আবগারি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, আবগারি মামলাতেই গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে জেলবন্দি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে আবগারি দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জড়িত থাকতে পারে । দিন কয়েক আগে অর্থাৎ গত ৯ মার্চ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ইডি আবগারি মামলায় গ্রেফতার করেছিল । এই মুহূর্তে মণীশ সিসোদিয়া এখনও তিহার জেলে বন্দি রয়েছেন ।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই আম আদমি পার্টি বা AAP-র মুকুটে জুড়েছে নতুন পালক। জাতীয় দলের মর্যাদা পেয়েছে দিল্লি ও পঞ্জাবের শাসক দল। ২০১২ সালে প্রতিষ্ঠা হয় আম আদমি পার্টির। প্রতিষ্ঠা লাভের পরের বছরই দিল্লি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে AAP। ২০১৫-র নির্বাচনে ৬৭ আসন জিতে মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। ২০২২-র বিধানসভা নির্বাচনে ১১৭-র মধ্যে ৯২ আসন জিতে পঞ্জাবে ক্ষমতায় আসে AAP। আম আদমি পার্টি দিল্লিতে প্রতিষ্ঠা হলেও প্রথম থেকেই একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কমিশনের তরফে জাতীয় দলের তকমা পাওয়ার পর কেজরিওয়াল জানিয়েছিলেন ‘এত অল্প সময়ে জাতীয় দলের মর্যাদা? এটা তো অলৌকিকের চেয়ে কম কিছু নয়।’
CBI summons Delhi CM and AAP national convenor Arvind Kejriwal on April 16 to question him in the excise policy case. pic.twitter.com/jlStNKhU2Y
— ANI (@ANI) April 14, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম