।। প্রথম কলকাতা ।।
Varuthini Ekadashi 2023: দুঃখ কষ্ট দূর হবে বরুথিনী একাদশীতে (Varuthini Ekadashi) । কথিত আছে, এই দিন কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে বিষ্ণু দেবের উদ্দেশ্যে একাদশী পালন করেন তাহলে তার সংসার সুখ শান্তির কখনো অভাব হয় না। ২০২৩ এ বরুথিনী একাদশী পড়েছে ১৬ই এপ্রিল রবিবার। একাদশী তিথি শুরু হবে ১৫ই এপ্রিল শনিবার সন্ধ্যা ৮টা ৪৬ মিনিট থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে ১৬ই এপ্রিল রবিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। পারণের সময় ১৭ই এপ্রিল সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত।
হিন্দু ধর্মে যত ব্রত কথা রয়েছে তার মধ্যে একাদশী ব্রত কথাকে অন্যতম ব্রতকথা বলে মনে করা হয়। শুধু তাই নয়, একাদশী ব্রত পালন করেই নাকি লাভ করা যায় ভগবান বিষ্ণুর, শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ। হিন্দু ধর্মে তাই প্রতিটি একাদশী তিথির গুরুত্ব রয়েছে। যত উপবাস রয়েছে তার মধ্যে একাদশীর উপবাস অত্যন্ত কঠিন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় বরুথিনী একাদশী। বরাহ রূপের পুজোয় সকল দুঃখের অবসান হবে। বরুথিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর বরাহ রূপের পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বরুথিনী একাদশীর উপবাসে ভগবান বিষ্ণুর বরাহ রূপের পুজো করলে জীবনের সমস্ত ঝামেলা ও পাপের অবসান হয়।
এই দিন কী করবেন ?
- বরুথিনী একাদশী এমন এক সময়ে আসে যখন গরম থাকে। এই দিনে জল, শস্য দান করলে অনেক পুণ্য অর্জন করা যায়। এই দিনে জলভর্তি পাত্র দান, মন্দির এলাকায় খাদ্যশস্য দান করা বা কোনও গরীবকে অন্ন দান করলে জীবনের অনেক সমস্যা দূর হবে।
- প্রচুর ধন-সম্পদ লাভের জন্য বরুথিনী একাদশীতে রীতি অনুযায়ী ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর আরাধনা করে জাফরান মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন। শীঘ্রই আপনার আর্থিক অবস্থার উপর একটি ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে।
- বরুথিনী একাদশীর দিন, ভগবানের পুজো করার পরে, তাঁকে হলুদ ফল নিবেদন করুন এবং তারপর এই ফলগুলি গরীবদের মধ্যে বিতরণ করুন। এই কাজে জীবনের সমস্যাগুলো দূর হতে শুরু করবে।
- বরুথিনী একাদশীতে উপবাস করে পুজো করুন, দান করুন। এছাড়াও বাড়িতে একজন যোগ্য ব্রাহ্মণকে খাওয়ান। তাঁকে হলুদ বস্ত্র, হলুদ খাবার, হলুদ ফল ইত্যাদি দান করুন। এতে আপনার ইচ্ছা পূরণ হবে।
- রোগ থেকে মুক্তি পেতে, বরুথিনী একাদশীতে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন । এটি করলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন। প্রতি একাদশীতে বিষ্ণু সহস্রনাম পাঠ করা উত্তম বলে মনে করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম