।। প্রথম কলকাতা ।।
Juice Mission: বৃহস্পতিবার ফ্রেঞ্চ গায়ানায় খারাপ আবহাওয়ার জন্য মিশন বৃহস্পতি উৎক্ষেপণ স্থগিত করেছে ইউরোপীয় স্পেস এজেন্সি (European Space Agency)। মিশনটির নাম রাখা হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি জুপিটার আইসি মুন এক্সপ্লোরার (JUPiter ICy Moons Explorer JUICE)। কর্মকর্তারা রকেটের পথে বজ্রপাতের ঝুঁকি উল্লেখ করায় মহাকাশযানটির উৎক্ষেপণটি উত্তোলনের কয়েক মিনিট আগে বাতিল করা হয়। কর্মকর্তারা উচ্চ বাতাস এবং বজ্রপাতের জন্য আবহাওয়া পর্যবেক্ষণ করছিলেন যা রকেটের গতিপথকে প্রভাবিত করতে পারে।
প্রবল বাতাসের কোনো সম্ভাবনা না থাকলেও রকেটের পথে বজ্রপাতের সম্ভাবনা বেশি ছিল। মহাকাশ সংস্থাটি শুক্রবার মিশনটি উৎক্ষেপণ করার চেষ্টা করবে। আরিয়ানস্পেস একটি টুইটে বলেছে,”আজকের ফ্লাইট VA260 ফরাসি গায়ানার ইউরোপের স্পেসপোর্ট থেকে নির্ধারিত লিফ্টঅফ সময়ে আবহাওয়ার অবস্থার (বজ্রপাতের ঝুঁকি) কারণে বিলম্বিত হয়েছে।” ইউরোপীয় সংস্থাটি এখন শুক্রবার বিকাল ৫:৪৪ মিনিটে জুস মিশন চালু করার চেষ্টা করবে। কর্মকর্তারা বলেছেন যে কৌরো স্পেসপোর্টে রকেট এবং জুস মহাকাশযান উভয়ই সুস্থ অবস্থায় রয়েছে।
Today's launch is postponed because of lightning risk. See you tomorrow! https://t.co/S6tUKukJDX
— ESA (@esa) April 13, 2023
জুস (JUICE) মহাকাশযান ২০৩১ সালের জুলাই মাসে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অর্থাৎ আট বছর ধরে এটি মহাকাশে ভ্রমণ করবে। জুস পৃথিবী এবং শুক্র প্রদক্ষিণ করে বৃহস্পতির কক্ষপথে পৌঁছাবে। জুসের কাজ হবে সৌরজগৎ-এর সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির তিনটি উপগ্রহকে পর্যবেক্ষণ করা। অ্যারিয়্যান-৫ নামের রকেটে করে বৃহস্পতির সবচেয়ে বড় তিনটি উপগ্রহ গ্যানিমেড, ক্যালিস্টো ও ইউরোপাতে পাঠানো হবে জুসকে।