।। প্রথম কলকাতা ।।
Clerk Recruitment: হাতে মাত্র আর কিছু সময়। নিউ ব্যারাকপুর পৌরসভায় গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি ক্লার্ক পদে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থী। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আজকের এই প্রতিবেদনে নিউ ব্যারাকপুর পৌরসভার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরির বিস্তারিত তথ্য জানানো হয়েছে। মূলত এই পৌরসভায় ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এবং ক্লারিক্যাল স্টাফ গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে কর্মী।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটির অধীনে থাকা কলেজ থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে। এছাড়াও আবেদনকারীদের জানতে হবে কম্পিউটারে এমএস ওয়ার্ড (MS WORD) সংক্রান্ত কাজ সহ ইন্টারনেটের ব্যবহার। ক্লারিক্যাল স্টাফ গ্রুপ ডি পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে ।
আবেদনকারীদের বয়েস
নির্দিষ্ট পদের জন্য উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা থাকলে ১৮ বছর থেকে শুরু করে ৪০ বছরের মধ্যে যেকোনো চাকরিপ্রার্থী আবেদন করতে পারেন। তবে সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে।
বেতন
গ্রুপ সি ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত চাকরিপ্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১০,০০০ টাকা। গ্রুপ ডি ক্লারিক্যাল পদে নিযুক্তদের মাসিক বেতন দেয়া হবে ৫ হাজার টাকা।
ইন্টারভিউয়ের তারিখ
*২৩.১১.২০২২ তারিখে ইন্টারভিউ হবে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য।
*২৪.১১.২০২২ তারিখে ইন্টারভিউ হবে ক্লারিক্যাল স্টাফ নিয়োগের জন্য।
* প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ইন্টারভিউ চলবে ব্যারাকপুর পৌরসভার কনফারেন্স রুমে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম